কলকাতা, 9 মার্চ:ক্যালেন্ডারের পাতায় বসন্ত কাল ৷ তবে হালকা ঠান্ডার আমেজ এখনও থেকে গিয়েছে ৷শীত যেন চলে গিয়েও যাচ্ছে না। কয়েকদিন আগে তাপমাত্রার পারদ বেশ চড়া ছিল ৷ তবে গত দু'দিনে তা উধাত্ত। বিশেষত ভোরের দিকে হালকা ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে ৷ হাওয়া অফিসের সূত্রে খবর, সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি নীচে অবস্থান করছে। তাই ঠান্ডার আমেজে এখনও টের পাচ্ছে বঙ্গবাসী ৷ আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রার পারদ চড়বে ৷
বৃহস্পতিবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম। শুক্রবারও তা 2 ডিগ্রি নীচে ছিল। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর একটি বিপরীত ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে । ফলত জলীয় বাষ্পপূর্ণ বাতাস রাজ্যে প্রবেশ করতে পারছে না। রাজ্যের উপর দিয়ে একটি উচ্চচাপ অক্ষরেখা অতিক্রম করছে। ফলে উত্তর পশ্চিমী বাতাস জোরালোভাবে প্রবেশ করছে। যা ঠান্ডার আমেজ ধরে রাখার অন্যতম কারণ ৷
তবে এবার পারদ চড়বে। সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির ঘরে প্রবেশ করবে ৷ ক্রমে পারদের ঊর্ধ্বগতি ক্রমশই বাড়বে ৷ পূর্বাভাস মত শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির ঘরে ঢুকে পড়েছে। বৃষ্টিপাতও আর হচ্ছে না । উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই আবহাওয়া শুষ্ক আছে ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দিনের তাপমাত্রা আগামী 5 দিনে দুই থেকে তিন ডিগ্রি বাড়বে।
শুক্রবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 6.2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.3 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2ডিগ্রি কম। বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 82 শতাংশ। আজ শনিবার দিনের বেলা আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
আরও পড়ুন:
- ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে হার্টের স্বাস্থ্য় রক্ষা- বেদানার উপকারিতা অনেক
- কমলালেবুর খোসা ফেলে দিচ্ছেন ? ত্বকের জন্য কতটা উপকারী জেনে নিন
- সপ্তাহান্তে শেয়ার বাজারে বিনিয়োগের আগে দেখে নিন রাশিতে গ্রহের অবস্থান