তীব্র তাপপ্রবাহের সর্তকবার্তা হাওয়া অফিসের কলকাতা, 26 এপ্রিল: ভোটের আবহে রণমূর্তি ধারণ করেছে বঙ্গের গরম ৷ সেইসঙ্গে কলকাতা কি আবহাওয়ায় মরুশহরের সঙ্গে পাল্লা দেবে? বৃহস্পতিবার দক্ষিণবঙ্গজুড়ে তাপমাত্রার এই ঊর্ধ্বমুখী নাচন দেখে এই প্রশ্নটাই শহরবাসী করতে শুরু করেছেন। ইতিমধ্যে শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা গত 50 বছরে (এপ্রিল মাসের নিরিখে) দ্বিতীয় সর্বাধিক অনুভূত হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আগামী পাঁচদিনে 41 ডিগ্রি ছাপিয়ে 42 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এতদিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় এত বেশি তাপের দহন দেখা যেত। দিনকয়েক আগে পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রিতে পৌঁছেছিল। আলিপুর আবহাওয়া দফতর চলতি সপ্তাহের বুধবার থেকে দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলা তাপপ্রবাহের অধীনে। কতগুলো অঞ্চলে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি ৷ যা চলতি মাসের বাকি কয়েকটি দিনে প্রতিদিনই দেখা যাবে বলে আবহবিদরা পূর্বাভাস দিয়েছেন। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের সমতলের তিনটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। বিশেষ করে মালদা, বালুরঘাট তাপপ্রবাহের আওতায়।
আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গের তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে এই মুহূর্তে কমার সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহ এই পরিস্থিতি থাকবে। আগামী দুই থেকে তিন দিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। তাপপ্রবাহের সর্তকতা থাকছে আগামী এক সপ্তাহে। কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।
তাঁর আরও সংযোজন, "আজ, 26 তারিখ তীব্র তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে, উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলিতে ৷ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে আগামী পাঁচ দিন তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। আগামী কয়েকদিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 41থেকে 42 ডিগ্রির কাছাকাছি থাকা সম্ভবনা রয়েছে।"
সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "উত্তরবঙ্গের মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে তাপপ্রবাহের তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আগামী 5 দিন। জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এই জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা শুধু দার্জিলিং, কালিম্পংয়ে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে তাপমাত্রা বাড়বে।"
বৃহস্পতিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.6 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 6 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 81 শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা 24 শতাংশ। আজ শুক্রবার দিনের আকাশ পরিষ্কার। তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। লু-বইবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 41 ডিগ্রি এবং 30 ডিগ্রির আশেপাশে থাকবে।
আরও পড়ুন:
- 50 বছরের রেকর্ড ভাঙল কলকাতা, তাপপ্রবাহের হাত থেকে নিস্তার নেই দক্ষিণবঙ্গের
- লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় রাজ্যে আজ তিন কেন্দ্রে ভোটগ্রহণ, সরাসরি আপডেট
- শুক্রে সম্পত্তি লাভের যোগ কাদের ভাগ্যে, জানুন রাশিফলে