কলকাতা, 12 ফেব্রুয়ারি: ঠান্ডার শিরশিরানি কমে এবার তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত হাওয়া অফিসের। চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পরিবর্তনের ইঙ্গিত আলিপুর আগেই দিয়েছিল। তবুও সদ্য শেষ হওয়া সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা নীচের দিকে থাকার প্রবণতা দেখা গিয়েছে। এমনকী পারদ নেমে 14 ডিগ্রির ঘরেও পৌঁছেছে গতকাল। কিন্তু এই সপ্তাহে সেই ইঙ্গিত নেই। মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকলেও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমের জেলাগুলোতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়।
বাংলায় শীত শেষের বেলায় তাপমাত্রার উত্থান-পতনে ফের ছেদ বৃষ্টির ৷ সরস্বতী পুজোর সপ্তাহ মাটি করতে ইতিমধ্যেই বৃষ্টি তার খেল দেখাবে বলে পূর্বাভাস রয়েছে। আজ, সোমবার বৃষ্টির পূর্বাভাস নেই। শীতের আমেজ তেমন একটা থাকবে না। রোদের তাপ অনুভূত হবে। সর্বনিম্ন তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পাবে। এছাড়া আবহাওয়ার বিশেষ পরিবর্তন নেই। অন্যদিকে, উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী পাঁচদিন। সেখানে তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই। ফলে শীতের বিদায় কার্যত হতে চলেছে বলা যায় । সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে-তে আবহাওয়া শুষ্ক এবং উষ্ণ থাকার পূর্বাভাস।