কলকাতা, 26 জুলাই: প্রতি বছর বন্যায় ভুটান পাহাড়ের জলে ভাসে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। শুধু অর্থনৈতিকভাবে নয়, নাগরিক জীবনেও এই বন্যা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় ফি-বছর। শুধু ঘর বাড়ি নয়, ক্ষতিগ্রস্ত হয় চাষের জমি ৷ মারা যায় গবাদি পশু ৷ এবার সেই বন্যা নিয়ন্ত্রণে নির্দিষ্ট পরিকল্পনা চাইছে রাজ্য সরকার। ভুটান পাহাড়ের জলে উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে প্রস্তাব আসছে চলছে রাজ্য বিধানসভায় ৷ বিরোধিতা ভুলে কি একমত হতে পারবে শাসক ও বিরোধীরা ?
রাজ্য সরকার চাইছে বন্যা নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ে একটা কমিশন গঠন করা হোক। আর সেই লক্ষ্যেই শুক্রবার রাজ্য বিধানসভায় প্রস্তাব নিয়ে আসতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই প্রস্তাবের প্রস্তাবক রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তবে শোনা যাচ্ছে, শুক্রবার ও সোমবার এই বিল নিয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের কয়েকজন বিধায়ক ৷
যদিও বৃহস্পতিবার রাত পর্যন্ত বিজেপির তরফে দাবি করা হয়েছে, শুক্রবার যে বিষয়টি নিয়ে প্রস্তাব আনা হচ্ছে, তা এখনো তারা হাতে পায়নি। তবে শাসকদলের এক প্রাক্তন মন্ত্রী বলেন, যদিও গোটা বিষয়টি বিধানসভার বিবেচনাধীন। এই নিয়ে এখনই কোন মন্তব্য করা যায় না। ওই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ইন্দো-ভুটান রিভার কমিশনের। এই নিয়ে যদি প্রস্তাব আনা হয়, তাহলে আশা করব শাসক-বিরোধী উভয় দলই এ ব্যাপারে সহমত হবে। বিশেষ করে এই প্রস্তাবের সঙ্গে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশের মানুষের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। যাঁরা দু'হাত খুলে বিজেপিকে সমর্থন জানিয়েছেন ৷ তাই বিজেপির উচিত এই অবস্থায় খোলা মনে এই প্রস্তাবকে সমর্থন জানানো। যৌথভাবে রাজ্যের মানুষের স্বার্থে দিল্লির সরকারের কাছে আমরা সাহায্যের জন্য আবেদন জানাব। উত্তরবঙ্গের মানুষের স্বার্থে তাদের সমর্থন পাব আশা করছে।
যদিও এই নিয়ে খোলাখুলি ভাবেই বিজেপির মুখ্য সচেতক তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, যেহেতু আমরা এখনও পর্যন্ত এই প্রস্তাব হাতে পায়নি ৷ তাই এখনই এই নিয়ে কিছু বলব না। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, যেহেতু এর সঙ্গে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভুটানের যোগ রয়েছে ৷ তাই এমন কোন মন্তব্য করা উচিত নয়, যা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গা সম্পর্কে প্রভাব ফেলতে পারে। তাই, প্রস্তাব না-হাতে পাওয়া পর্যন্ত এই নিয়ে আমরা কোনও মন্তব্য করব না।
ভুটান পাহাড়ের বন্যা নিয়ন্ত্রণে ওই এলাকায় দীর্ঘদিনের দাবি রিভার কমিশনের ৷ এ বিষয়ে বিজেপি বিধায়ক বলেন, "রিভার কমিশন গঠনের ক্ষেত্রে যেহেতু প্রতিবেশী রাষ্ট্র থেকে বিভিন্ন নদী আমাদের রাজ্যে প্রবেশ করেছে, ফলে এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একটা ভূমিকা রয়েছে। তাই এ বিষয়ে কেন্দ্র-রাজ্যের বিস্তারিত আলোচনা হওয়া উচিত।