মাটিগাড়া থানা ঘেরাও তৃণমূলের দার্জিলিং, 30 এপ্রিল: বিজেপির পর এবার তৃণমূল কংগ্রেস। দলীয় কর্মীদের উপর এবার হামলার অভিযোগে মাটিগাড়া থানা ঘেরাও করে মঙ্গলবার বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি দলীয় কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো ও জোর করে বনধ করানোর অভিযোগেও এদিন বিক্ষোভ দেখায় রাজ্যের শাসকদল ৷
বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত দু'জনকে গ্রেফতার করেছে মাটিগাড়া থানার পুলিশ। ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত, রবিবার মাঝরাতে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া ব্লকের খোলাইভক্তরি এলাকায় বুথ সভাপতি-সহ একাধিক বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
ওই ঘটনার পর গতকাল, সোমবার 12 ঘণ্টার বনধের ডাক দেয় বিজেপি। সেইদিনও জাতীয় সড়ক অবরোধ ও মাটিগাড়া থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। রবিবার রাতে বিজেপি নেতা বুথ সভাপতি নন্দকিশোরের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্র, লাঠি দিয়ে আঘাত করা হয়। ওই হামলার ঘটনায় নীতেশ সিং ও আব্দুল আলি নামে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর এদিন পালটা আন্দোলনে নামে তৃণমূল কংগ্রেস। আজ সকালে মাটিগাড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা।
অভিযোগ, বিজেপি মিথ্যা মামলায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের ফাঁসিয়েছে। মাটিগাড়া ব্লক 3 নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি অমরজিৎ পাল বলেন, "আমাদের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। আর বিজেপি কর্মীরা সাদা ব্যান্ডেজ লাগিয়ে নাটক করছে। ধারালো অস্ত্র দেখিয়ে জোর করে বনধ করানোর ভয় দেখানো হয়েছে। আর মিথ্যা হামলার নাটক সাজিয়ে আমাদের কর্মীদের ফাঁসানো হয়েছে। এইজন্য আমাদের এই বিক্ষোভ।"
আরও পড়ুন:
- কর্মীদের উপর হামলার অভিযোগে মাটিগাড়ায় বিজেপির 12 ঘণ্টা বনধ
- রাজ্যপাল পৌঁছনোর আগেই বনধ প্রত্যাহার, দিনহাটায় বিজেপির বিক্ষোভ
- 'শুভেন্দুকে শিখদের কাছে ক্ষমা চাইতে হবে', অগ্নিমিত্রার বাড়ির বাইরে বিক্ষোভ গুরুদ্বারা প্রবন্ধক কমিটির