ভাতার, 14 জুন: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভাতার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল দলকে চিন্তায় রেখেছিল । বিশেষ করে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে থেকেই এই কোন্দল আরও বাড়তে থাকে । ফলে চলতি লোকসভা কেন্দ্রে এখান থেকে তৃণমূল কংগ্রেস আদৌ লিড দিতে পারবে কি না, তা নিয়ে দলের অন্দরেই ছিল প্রশ্ন । ফলে লোকসভা নির্বাচনের প্রচারে এসে খোদ তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ড্যামেজ কন্ট্রোলে নামেন । নেত্রীর নির্দেশের পরেই কেউ আর ঝুঁকি নিতে রাজি হয়নি । সবাই একজোটে কাজ করতে শুরু করে । যার ফলে ভাতার বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ 32 হাজার 420 ভোটের লিড পান ।
তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ভাতার বিধানসভা কেন্দ্র থেকে 2011 সালে প্রথমবারের জন্য তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হন বনমালী হাজরা । 2016 সালে ওই কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয় সুভাষ মণ্ডলকে । তিনি জয়ীও হন । এরপর 2021 সালে টিকিট দেওয়া হয় মানগোবিন্দ অধিকারীকে । তবে এরপর থেকে মানগোবিন্দ অধিকারী গোষ্ঠীর সঙ্গে বনমালী হাজরা গোষ্ঠীর মধ্যে দলীয় কোন্দল বাড়তে থাকে । পরিস্থিতি এমন জায়গায় যায় যে 2023 সালে ভাতারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জনজোয়ার যাত্রায় অংশ নিতে এলেও প্রকাশ্যেই দুটি গোষ্ঠী ঝামেলায় জড়িয়ে পড়ে । এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ভাতারে লোকসভার নির্বাচনী প্রচারে এলেও সেই মঞ্চে দেখা যায়নি বনমালী হাজরাকে । যা তৃণমূল নেত্রীর চোখ এড়ায়নি ।