‘রাত দখলে’ হামলা তৃণমূলের, চুন দিয়ে মোছা হল রাস্তায় আঁকা ছবি - RG Kar Doctor Rape and Murder
TMC Workers Allegedly Attacked RG Kar Protesters: রাতদখলে জমায়েত করেছিলেন সাধারণ মানুষ ৷ সেখানেই হামলা চালাল তৃণমূল ৷ চুন দিয়ে মুছে দেওয়া হল রাস্তায় আঁকা ছবিও ৷
কোচবিহার, 5 সেপ্টেম্বর: আরজি কর ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে হামলা ৷ অভিযোগ শাসকদল তৃণমূলের দিকে ৷ এই ঘটনায় চাঞ্চল্য কোচবিহারের মাথাভাঙায় । স্থানীয়দের অভিযোগ, বুধবার রাতে মাথাভাঙা চৌপথি এলাকায় যখন আরজি কর কাণ্ডে প্রতিবাদ কর্মসূচি চলছিল, সেসময়েই আন্দোলনকারীদের ওপর হামলা চালায় তৃণমূল ৷
‘রাত দখলে’ হামলা তৃণমূলের (ইটিভি ভারত)
কী হয়েছে ?
প্রতিবাদরত এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । তৃণমূলের আরেক গোষ্ঠী তাঁকে ছাড়িয়ে নিয়ে যায় । তারপরেই চুন দিয়ে মুছে ফেলা হয় রাস্তার উপর আরজি করের প্রতিবাদে লেখা লাইন । আন্দোলনকারীদের অভিযোগ, নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী এদিন রাতে মাথাভাঙা চৌপথি এলাকায় প্রতিবাদ কর্মসূচি চলছিল । সেসময় তৃণমূলের লোকজন এসে তাঁদের মারধর করে ।
বুধবাক সিপিএমের কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর গণসংগঠনের ডাকা কর্মসূচিতে শহরের বহু মানুষ অংশ নিয়েছিলেন । আন্দোলনকারীদের দাবি, অরাজনৈতিক ব্যানারেই এই ঘটনার প্রতিবাদ জানানো হচ্ছিল ৷ হঠাৎ করেই সেখানে তৃণমূল হামলা চালায় । আন্দোলনকারীদের মারধর করে ।
যদিও তৃণমূল কংগ্রেসের মাথাভাঙা শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায়ের দাবি, প্রতিবাদ কর্মসূচির নামে রাজনীতি করছে বিরোধী দলগুলি । তিনি বলেন, ‘‘আমরাও মানববন্ধন করলাম । মারধরের কোনও ঘটনা ঘটেনি ।’’ এদিন মাথাভাঙার পাশাপাশি কোচবিহার শহরের সাগরদিঘিতেও প্রতিবাদ কর্মসূচি চলে ।
এই ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘এই তৃণমূল সরকার এতটাই অপদার্থ যে জনতাকে প্রতিবাদ করতেও দিচ্ছে না ৷ মাথাভাঙায় যেভাবে মিছিলে তৃণমূলের গুণ্ডাবাহিনী ঢুকে সাধারণ মানুষকে চড়-থাপ্পড় মারা হয়েছে তা নিন্দনীয় ৷ মাথাভাঙার মানুষের কাছে অনুরোধ, পুলিশ কোনও ব্যবস্থা না-নিলে আপনারা এদের বাড়ি ঘেরাও করে রাখুন ৷’’