গোসাবা, 16 মে: বাড়ির কাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল ৷ মৃতের নাম তাপস বৈদ্য (40) ৷ তাঁর বাড়ি দক্ষিণ 24 পরগনার সুন্দরবন ছোট মোল্লাখালি উপকূলীয় থানার পুলিশ থানার লাহিরিপুর এলাকায় ৷ স্থানীয় পুলিশ সূত্রে খবর, নিহত ব্যক্তির স্ত্রীর সঙ্গে এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য সুভাষ মণ্ডলের অবৈধ সম্পর্ক ছিল ৷ তার প্রতিবাদ করেছিলেন তাপস ৷ এরপর বুধবার রাতে বাড়ির মধ্যে ঢুকে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ ৷
আরও অভিযোগ মেরে তাঁকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ কারণ তাঁর পা মাটিতে ঠেক রয়েছে ৷ শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে ৷ তাপস বৈদ্যের গায়ে কাদা-মাটি মাখা ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিহত ব্যক্তি তৃণমূল কর্মী ৷ অন্যদিকে অভিযুক্ত সুভাষ মণ্ডল স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ৷ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ৷