পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুরে ফের দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

TMC-BJP Clash: দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল কর্মীদের মধ্যে বচসা ৷ পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

Etv Bharat
দেওয়াল দখলকে কেন্দ্র করে বচসা

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 5:28 PM IST

দুর্গাপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষ

দুর্গাপুর, 7 এপ্রিল: দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুর। দেওয়াল লিখনে বাধার অভিযোগ-পালটা অভিযোগে বাড়ে বচসা ৷ চরম উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী।

বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায় জানান, লোকসভা নির্বাচনের প্রচারের জন্য দিলীপ ঘোষের সমর্থনে একটি বাড়ির দেওয়ালে লিখছিলেন। রবিবার দুপুরে সেই দেওয়াল মুছে দেয় এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রাজীব ঘোষের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা। প্রতিবাদ করতে গেলে হুমকি এবং হামলা চালানো হয় বলে অভিযোগ।

পালটা তৃণমূলের ব্লক সভাপতি রাজীব ঘোষের অভিযোগ, "বিজেপি প্ররোচনা ছড়ানোর চেষ্টা করছেন। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে দেওয়াল লিখন করেছিলেন। সেই দেওয়াল মুছে বিজেপির কর্মীরা দেওয়াল লিখন করেছিল। প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হামলা চালায় বলে অভিযোগ।" পাশাপাশি রাজীব ঘোষের অভিযোগ, বাড়ির মালিক দেওয়াল লিখনে বাধা দেয় ৷ বিজেপির কর্মীরা সে কথা কানে তোলেন না ৷ তখন তৃণমূলের কর্মী সমর্থকরা প্রতিবাদ করেন ৷ সেই নিয়ে বাধে বচসা ৷

উল্লেখ্য ঝামেলা বাড়তে থাকলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয় ৷ এলাকায় মোতায়েন দুর্গাপুর থানার পুলিশ বাহিনী। কয়েকদিন আগে দুর্গাপুরের এ-জোন সেকেন্ডারি রোডে একটি দোকানের দেওয়ালে বিজেপির নেতা-কর্মীরা তাঁদের দলীয় প্রতীক ও প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে দেওয়ার লিখতে গিয়ে তৃণমূল নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। তখনও বিজেপি-তৃণমূল বচসা শুরু হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details