পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অপেক্ষা শেষ, বুধের দুপুরে ইস্তাহার প্রকাশ করছে তৃণমূল - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

TMC Manifesto: গেরুয়া শিবির তাদের ইস্তাহার আগেই প্রকাশ করেছে ৷ এদিকে তৃণমূলের তরফে জানা গিয়েছিল যে 16 তারিখ অর্থাৎ আজ কিংবা আগামিকাল প্রকাশ হতে পারে দলের ইস্তাহার ৷ সেমতোই বুধে প্রকাশ হচ্ছে রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার ৷ কেন্দ্রের বঞ্চনাকে ফের কি একবার হাতিয়ার করতে চলেছে তৃণমূল তাদের ইস্তাহারে?

Trinamool Congress
Trinamool Congress

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 10:27 PM IST

কলকাতা, 16 এপ্রিল: অবশেষে শাসক শিবিরের নির্বাচনী ইস্তাহার প্রকাশের দিনক্ষণ জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস। বুধবার দুপুর তিনটেয় তৃণমূল ভবনে প্রকাশিত হবে এরাজ্যের ঘাসফুল শিবিরের ইস্তাহার। চলতি সপ্তাহে দিল্লি থেকে ইস্তাহার প্রকাশ করেছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে এই ইস্তাহারের ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। এবার রাজ্যের শাসকদল তৃণমূল তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করতে চলেছে ৷ এখন প্রশ্ন তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে কী কী থাকতে পারে?

জানা গিয়েছে, আবাস যোজনা ও কর্মশ্রী প্রকল্পের দিন নিয়ে ঘোষণা থাকতে পারে তৃণমূলের নির্বাচনী ইস্তাহারে ৷ আরও জানা গিয়েছে, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বকেয়া 100 দিনের টাকা মানুষকে ফিরিয়ে দিয়েছে। তবে এখনও আবাস যোজনায় বাংলার মানুষ বঞ্চিত। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় ঘোষণা হতে পারে এই আবাস যোজনার টাকা ফেরত নিয়েই। এছাড়াও এবার বাজেটে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্য সরকারের নিজস্ব 100 দিনের 'কর্মশ্রী' প্রকল্পের ক্ষেত্রে 55 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়েছিল। এই ইস্তাহার থেকে তা বাড়িয়ে 60 দিন করা হতে পারে।

এছাড়া মহিলা উন্নয়ন থেকে শুরু করে আদিবাসী, পিছিয়ে পড়া শ্রেণির উন্নয়নের জন্য একাধিক প্রতিশ্রুতি থাকতে পারে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই এদিন বিজেপির ইস্তাহার নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা শান্তনু সেনের সঙ্গে কথা বলা হলে তিনি বলেছেন, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে ফ্রি রেশনের ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই তা বাংলায় লাগু হয়েছে। একইসঙ্গে যে আয়ুষ্মান ভারতের কথা এদিন বিজেপির ইস্তাহারে বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্যসাথী এনে সমস্ত মানুষের স্বাস্থ্যের বিষয়টি নিশ্চিত করেছে। এমনকী আমাদের সরকার শ্রমজীবী মানুষদের স্বাস্থ্যের কথা ভেবে এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিও পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুুন:

  1. তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ 16-17য়, কী কী নিয়ে থাকতে পারে ঘোষণা
  2. জেতার জন্য নয় দুর্নীতিগ্রস্তদের বাঁচাতেই ভোটের প্রচারে কংগ্রেস, দাবি প্রধানমন্ত্রীর
  3. লোকসভা ভোটের আগে স্বাস্থ্যের ইস্তাহার প্রকাশ চিকিৎসক সংগঠনের

ABOUT THE AUTHOR

...view details