কলকাতা, 16 এপ্রিল: অবশেষে শাসক শিবিরের নির্বাচনী ইস্তাহার প্রকাশের দিনক্ষণ জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস। বুধবার দুপুর তিনটেয় তৃণমূল ভবনে প্রকাশিত হবে এরাজ্যের ঘাসফুল শিবিরের ইস্তাহার। চলতি সপ্তাহে দিল্লি থেকে ইস্তাহার প্রকাশ করেছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে এই ইস্তাহারের ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। এবার রাজ্যের শাসকদল তৃণমূল তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করতে চলেছে ৷ এখন প্রশ্ন তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে কী কী থাকতে পারে?
জানা গিয়েছে, আবাস যোজনা ও কর্মশ্রী প্রকল্পের দিন নিয়ে ঘোষণা থাকতে পারে তৃণমূলের নির্বাচনী ইস্তাহারে ৷ আরও জানা গিয়েছে, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বকেয়া 100 দিনের টাকা মানুষকে ফিরিয়ে দিয়েছে। তবে এখনও আবাস যোজনায় বাংলার মানুষ বঞ্চিত। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় ঘোষণা হতে পারে এই আবাস যোজনার টাকা ফেরত নিয়েই। এছাড়াও এবার বাজেটে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্য সরকারের নিজস্ব 100 দিনের 'কর্মশ্রী' প্রকল্পের ক্ষেত্রে 55 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়েছিল। এই ইস্তাহার থেকে তা বাড়িয়ে 60 দিন করা হতে পারে।