পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

থমকে কেন্দ্রীয় হাসপাতালের প্রকল্প! আলিপুরদুয়ারে বিজেপির বিরুদ্ধে প্রচারের ইস্যু তৃণমূলের - TMC slams BJP - TMC SLAMS BJP

TMC slams BJP: আলিপুরদুয়ারের কেন্দ্রীয় হাসপাতালের প্রকল্প থমকে যাওয়ায় হতাশ আলিপুরদুয়ার ৷ আর বিজেপির বিরুদ্ধে এই ইস্যুকেই হাতিয়ার করছে তৃণমূল ৷ বিজেপির দাবি, ঘোষণা যখন হয়েছে, তখন ঠিকই হবে ৷

ETV Bharat
আলিপুরদুয়ারে হাসপাতাল তৈরির প্রতিশ্রুতি রাখেনি বিজেপি

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 11:03 PM IST

বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী আলিপুরদুয়ারে কেন্দ্রীয় হাসপাতালের প্রকল্প হয়নি

আলিপুরদুয়ার, 6 এপ্রিল: একটি অত্যাধুনিক রেলওয়ে হাসপাতাল নির্মাণের ঘোষণা করেছিলেন বিদায়ী বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জন বার্লা ৷ সেই হাসপাতালটি আলিপুরদুয়ার জংশনে রেলের জমিতে হওয়ার কথা ছিল ৷ এদিকে প্রস্তাবিত হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষ পর্যন্ত হয়নি ৷ এমনকী মঞ্চ তৈরির কাজও করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত, দিল্লি থেকে সবুজ সংকেত না আসায় প্যান্ডেল তৈরির পরেও ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হয়নি ৷ এখন নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার কারণে আর তা সম্ভব হচ্ছে না ৷ আলিপুরদুয়ারের মানুষ এই বিলম্বে হতাশ ৷ এদিকে তৃণমূল ইতিমধ্যে লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপির বিরুদ্ধে টানাটানি শুরু করে দিয়েছে ৷

আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক বলেন, "নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকায়, কোনও সরকারি অফিসিয়াল প্রোগ্রাম এগোতে পারে না ৷ তবুও, রাজ্যের মুখ্যমন্ত্রী মাত্র সাত দিন আগে একটি 200 বেডের হাসপাতাল নির্মাণ ও উদ্বোধন করে দিয়েছেন ৷ আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করি ৷ বিজেপি প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করে না ৷ হাসপাতাল নির্মাণ করবে বলেও সাংসদ জন বার্লা করতে পারেনি ৷ ভাঁওতা দিয়েছেন তিনি ৷"

বিজেপিকে আক্রমণ করে প্রকাশ চিক বরাইক আরও বলেন, "বিজেপি একটি মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় বা বিমানবন্দর তৈরি করতে পারত ৷ কিন্তু তারা কিছুই করেনি ৷ নির্বাচিত হলে, আমি বীরপাড়ায় বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার বাড়ির সামনে একটি রেলওয়ে ফ্লাইওভার নির্মাণ করার প্রতিশ্রুতি দিচ্ছি ৷ এটি এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ৷"

অন্যদিকে আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা পালটা বলেন, "বিজেপি কথা দিলে রাখে ৷ আমাদের কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা যখন আলিপুরদুয়ারে একটি অত্যাধুনিক রেল হাসপাতাল নির্মাণের ঘোষণা করেছেন, সেটি অবশ্যই হবে ৷ সাময়িক কারণে হাসপাতালের ভিত্তিপ্রস্তর হয়তো এখনও স্থাপন করা হয়নি, তবে ভোটের আগে না-হলেও পরে অবশ্যই করা হবে ৷"

আরও পড়ুন:

  1. পাহাড়ের উন্নয়ন অব্যাহত ও শান্তি বজিয়ে রাখাই লক্ষ্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামার
  2. 'আপনারা দয়া করে ভোট ভাগ করবেন না', জলপাইগুড়ির মঞ্চ থেকে আর্জি মমতার

ABOUT THE AUTHOR

...view details