আলিপুরদুয়ার, 6 এপ্রিল: একটি অত্যাধুনিক রেলওয়ে হাসপাতাল নির্মাণের ঘোষণা করেছিলেন বিদায়ী বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জন বার্লা ৷ সেই হাসপাতালটি আলিপুরদুয়ার জংশনে রেলের জমিতে হওয়ার কথা ছিল ৷ এদিকে প্রস্তাবিত হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষ পর্যন্ত হয়নি ৷ এমনকী মঞ্চ তৈরির কাজও করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত, দিল্লি থেকে সবুজ সংকেত না আসায় প্যান্ডেল তৈরির পরেও ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হয়নি ৷ এখন নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার কারণে আর তা সম্ভব হচ্ছে না ৷ আলিপুরদুয়ারের মানুষ এই বিলম্বে হতাশ ৷ এদিকে তৃণমূল ইতিমধ্যে লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপির বিরুদ্ধে টানাটানি শুরু করে দিয়েছে ৷
আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক বলেন, "নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকায়, কোনও সরকারি অফিসিয়াল প্রোগ্রাম এগোতে পারে না ৷ তবুও, রাজ্যের মুখ্যমন্ত্রী মাত্র সাত দিন আগে একটি 200 বেডের হাসপাতাল নির্মাণ ও উদ্বোধন করে দিয়েছেন ৷ আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করি ৷ বিজেপি প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করে না ৷ হাসপাতাল নির্মাণ করবে বলেও সাংসদ জন বার্লা করতে পারেনি ৷ ভাঁওতা দিয়েছেন তিনি ৷"