পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘোষণা বাকি! মানিকতলা উপনির্বাচনে সুপ্তি পাণ্ডের নামে তৃণমূলের দেওয়াল লিখন শুরু - Maniktala Bye Election 2024 - MANIKTALA BYE ELECTION 2024

Maniktala Bye Election 2024 TMC Candidate Supti Pande: আনুষ্ঠানিক ঘোষণা না হলেও দলনেত্রী বলার পরদিনই প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডের নামে দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল ৷ এই বিষয়ে কী বলছেন মানিকতলা বিধানসভার কাউন্সিলর ?

Maniktala Bye Election candidate Supti Pande
সুপ্তি পাণ্ডের সমর্থনে মানিকতলায় দেওয়াল লিখন শুরু তৃণমূলের (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 12, 2024, 5:52 PM IST

কলকাতা, 12 জুন: আনুষ্ঠানিকভাবে এখনও তাঁর নাম ঘোষণা হয়নি । তবে দল খুব শীঘ্রই চার কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করবে ৷ গতকাল মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে একরকম ঠিক হয়ে গিয়েছে মানিকতলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন প্রয়াত প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে । 10 জুলাই এই কেন্দ্রে উপ-নির্বাচন হওয়ার কথা ৷

দলের তরফে নাম ঘোষণার আগেই প্রার্থী সুপ্তি পাণ্ডের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গেল মানিকতলা বিধানসভার বিভিন্ন জায়গায় ৷ বুধবার জামাইষষ্ঠীর সকালে উল্টোডাঙার মুচিবাজার হরিশ নিয়োগী রোডে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডের সমর্থনে দেওয়াল লিখতে দেখা গেল তৃণমূল কর্মীদের ৷ দেওয়াল লিখনে কর্মীদের নেতৃত্বে ছিলেন 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমল চক্রবর্তী । কর্মীদের পাশাপাশি কাউন্সিলরও তৃণমূল প্রার্থীর হয়ে দেওয়াল লিখনের তুলি ধরেন ৷

মানিকতলা বিধানসভায় তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডের হয়ে দেওয়াল লিখন শুরু হল (ইটিভি ভারত)

পরে কাউন্সিলর অমল চক্রবর্তী ফোনে ইটিভি ভারতকে বলেন, "সাধন পাণ্ডের সময় আমরা যেভাবে সকলে মিলে তাঁর হয়ে কাজ করতাম, দলনেত্রী আমাদের সবাইকে দায়িত্ব দিয়েছেন এখানেও যেন তার কোনও ব্যতিক্রম না হয় ৷ আমাদের প্রচার মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে । আমরা মানুষের দরজায় পৌঁছে যাচ্ছি । দলনেত্রীর বার্তা মতো তাঁর উন্নয়নের কথা তুলে ধরার চেষ্টা করছি । আজ থেকে বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন চলছে । আশা করছি, এই এলাকায় সাধারণ মানুষ দু'হাত তুলে লোকসভা নির্বাচনের মতোই আরও একবার আমাদের আশীর্বাদ করবেন ।"

প্রসঙ্গত, মঙ্গলবার কোর কমিটির সদস্য এবং মানিকতলা বিধানসভা এলাকায় থাকা আটটি ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে তিনি দলের নেতাদের এই আসনে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে জেতানোর জন্য আবেদন করেছেন । সেই নির্দেশ মতো তার একদিন পর অর্থাৎ বুধবার জামাইষষ্ঠীর দিন থেকেই দেওয়াল লিখনে নেমে পড়ল তৃণমূল কংগ্রেসের কর্মীরা ।

ABOUT THE AUTHOR

...view details