পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্য ! বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তৃণমূল শৃঙ্খলারক্ষা কমিটি - TMC MLA NARAYAN GOSWAMI

মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য বিধায়ক নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা শৃঙ্খলারক্ষা কমিটিকে নির্দেশ দিল তৃণমূল কংগ্রেস ৷

ETV BHARAT
মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্য তৃণমূল বিধায়কের ! (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2025, 5:22 PM IST

কলকাতা, 22 জানুয়ারি:তৃণমূল কংগ্রেসের বিধায়ক নারায়ণ গোস্বামীর একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ সেখানে প্রকাশ্য মঞ্চ থেকে মহিলাদের উদ্দেশে আপত্তিজনক মন্তব্য করতে দেখা গিয়েছে তৃণমূল বিধায়ককে । জানা গিয়েছে, বিধায়কের এ ধরনের আচরণ কোনও ভাবেই সমর্থন করছে না রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । এই বিষয়টি নিয়ে বিধায়ককে শোকজ করা হয়েছে ।

এদিন তৃণমূল ভবনে এই বিষয়টা নিয়ে দলের রাজ্য নেতৃত্বের তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে । জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, তৃণমূল বিধায়কের এ ধরনের মন্তব্য দল কোনও ভাবে সমর্থন করে না । তাঁর মন্তব্য নিয়ে উত্তর 24 পরগনা শৃঙ্খলারক্ষা কমিটিকে ব্যবস্থা নিতে বলা হয়েছে ।

তৃণমূল সূত্র থেকে জানা গিয়েছে, যেহেতু তাঁর একটা বড় পরিচয় যে তিনি তৃণমূল কংগ্রেস বিধায়ক, তাই মহিলাদের উদ্দেশে তাঁর এমন আপত্তিকর মন্তব্য পর্যালোচনা করছে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটিও ৷ এক্ষেত্রে তাদের তরফেও ব্যবস্থা গ্রহণ করা হতে পারে ।

তবে নারায়ণ গোস্বামীর এই ধরনের আলটপকা মন্তব্য করার ঘটনা এই প্রথম নয় । অতীতেও সন্দেশখালি পর্বে তাঁর মন্তব্যের জন্য দলকে অস্বস্তিতে পড়তে হয়েছিল । সে সময় তাঁর করা মন্তব্যের জন্য দলের তরফে সতর্ক করা হয়েছিল তাঁকে । তবে দলগতভাবে কোনও পদক্ষেপ তাঁর বিরুদ্ধে তখন করা হয়নি । তবে জানা গিয়েছে যে, এবার তাঁর যে ভিডিয়ো বিভিন্ন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তাতে দল এধরনের মন্তব্যকে ভালোভাবে দেখছে না । আর সে কারণেই বিষয়টি জেলার শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠানো হল । বিষয়টি এখন দেখার যে, এই শৃঙ্খলা রক্ষা কমিটি অশোকনগরের বিধায়কের মন্তব্য নিয়ে কী সিদ্ধান্ত নেয় ।

এদিন বিধানসভার বাইরে তৃণমূল বিধায়কের করা মন্তব্য নিয়ে দলের আরেক বিধায়ক শওকত মোল্লাকে প্রশ্ন করা হয়েছিল । তিনি বলেন, "নারায়ণ গোস্বামী কী বলেছেন সেটা তাঁর ব্যাপার । তবে তৃণমূল কংগ্রেস শৃঙ্খলাবদ্ধ দল । সাম্প্রতিক অতীতে আপনারা দেখেছেন, আমাদের সর্বোচ্চ নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দলের শৃঙ্খলারক্ষা কমিটি কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে । অতএব শৃঙ্খলার প্রশ্নে দল যে কখনও কাউকে রেওয়াত করে না তা স্পষ্ট । এক্ষেত্রে শৃঙ্খলারক্ষা কমিটি যদি মনে করে, তাঁকে শোকজ করার যথেষ্ট কারণ রয়েছে, তাহলে সেটাই ঠিক । এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দল নেবে ।"

প্রসঙ্গত, এই নিয়ে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল । যদিও এই নিয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details