আসানসোল, 16 জুলাই: অচলাবস্থা অব্যাহত আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ৷ গত সাতদিন ধরে সেখানে আন্দোলন চালাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের দফতরে তালা লাগিয়ে আন্দোলন চলছে । বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি । টিএমসিপি-র দাবি, বিশ্ববিদ্যালয়ের টাকায় যে সমস্ত মামলা চলছে তা চালানো যাবে না । আন্দোলনের সপ্তম দিনে টিএমসিপি-র এই আন্দোলনের বিরোধিতা করল সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সংগঠন ।
বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক-কর্মচারীরা মঙ্গলবার তৃণমূলের ছাত্র পরিষদের এই আন্দোলনের বিরোধিতায় নামে এবং উপাচার্যের দফতরের তালা ভেঙে দেয় । এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়েছে । বিশ্ববিদ্যালয় ছাত্র এবং অশিক্ষক কর্মচারীদের মধ্যে এই উত্তেজনায় আতঙ্কিত পড়ুয়ারা । কীভাবে বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে চলবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরাও ।
গত সাত দিন ধরে আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ব্যাপক আন্দোলন চলছে । তৃণমূল ছাত্র পরিষদের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি অভিনব মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই আন্দোলন চলছে । অভিনব মুখোপাধ্যায় স্পষ্টত জানিয়েছিলেন, "কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের টাকা নিয়ে নিজেদের ক্ষমতা দখলের জন্য মামলা করা হচ্ছে হাইকোর্টে । এই টাকাকে নষ্ট করা হচ্ছে । মামলার খাতে নয়, ছাত্রছাত্রীদের উন্নতির জন্য, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য এই টাকা খরচ হোক ।"
তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, কত টাকা খরচ করা হয়েছে মামলা খাতে, তার শ্বেতপত্র প্রকাশ করা না-হলে এই আন্দোলন চলবে । সেইমতো তারা উপাচার্যের দফতরে তালা মেরে দেয় । তালা দিয়ে দেওয়া হয় রেজিস্ট্রারের দফতরেও । গত সাতদিন ধরে এই আন্দোলন চললেও উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ে আসেননি । অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চন্দন কোনার বিশ্ববিদ্যালয়ে এলে তাঁকে গেট থেকে ফিরিয়ে দেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা ।