কলকাতা, 18 অগস্ট: আরজি করের ঘটনার পর থেকেই উলটো সুরে গাইছেন তৃণমূল কংগ্রেসের ছোট-বড় অনেক নেতাই । দলের অন্দরে একাংশের মধ্যে থেকে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা শোনা যাচ্ছে । আর এরই মাঝে দল এবং সরকারের অস্বস্তি বাড়িয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের গ্রেফতারি চাইলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দুশেখর রায় ।
সাম্প্রতিক সময়ে আরজি করের ঘটনাকে সামনে রেখে বারবার মুখ খুলতে দেখা গিয়েছে এই প্রবীণ তৃণমূল সাংসদকে । বিশেষ করে রাত দখলের আন্দোলনের আগেই এই বর্ষিয়ান সাংসদ জানিয়ে দিয়েছিলেন, একজন মেয়ের বাবা ও নাতনির দাদু হিসাবে আমজনতার রাত দখলের এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন তিনিও । এখানেই শেষ নয়, তৃণমূল বিধায়ক হয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নারী নির্যাতন নিয়ে করা আইন তৈরির সুপারিশ করেছিলেন তিনি । এবার সেই সুখেন্দুশেখর রায় সোশাল মিডিয়ায় সরাসরি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের গ্রেফতারির দাবি জানালেন । রাজনৈতিকভাবে গোটা বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ।
প্রসঙ্গত, এই নির্দিষ্ট বিষয়ে সোশাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে একটি বার্তা দিয়েছেন তিনি । সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "সিবিআই সঠিকভাবে তদন্ত করুক । সিপি, প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক, কারা আত্মহত্যার কথা রটিয়েছিল ? কেন ঘটনার তিনদিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ ? কেন সেমিনার হলের দেওয়াল ভাঙা হল ? এরকম শতাধিক প্রশ্ন আছে । তাহলেই জানা যাবে কীভাবে তাঁরা এতটা প্রভাবশালী, কাদের আশ্রয়ে এই কর্মকাণ্ড ।"
আরজি করের ঘটনার পর থেকেই রাজ্য সরকার বারবারই দোষীদের শাস্তির পক্ষে দাবি জানিয়েছে । এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তদন্তের মূল অস্ত্র কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল । প্রথম দিন থেকে যে পুলিশ তদন্ত করছিল তার মাথাতে তিনি । খুব স্বাভাবিকভাবেই তৃণমূল সাংসদের এই দাবি এবং সোশাল মিডিয়ায় করা এই টুইট শাসকদলে বড় অস্বস্তির কারণ । বিশেষ করে জাতীয় মুখপাত্র হিসেবে যাঁর নাম রয়েছে, তাঁর মুখে এ ধরনের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতবাহী বলেই মনে করছেন রাজনৈতিক মহল ।