পাণ্ডুয়া, 1 অগস্ট: হাসপাতালে পর্যাপ্ত সাফাই কর্মী নেই ৷ নেই কোনও নিরাপত্তা ব্যবস্থা ৷ বৃহস্পতিবার পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে গিয়ে নিজের চোখে হাসপাতালের দুর্দশা দেখলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ৷ অবিলম্বে এই সমস্যাগুলির সমাধান করতে হবে, জানালেন হুগলির দিদি নম্বর 1 ৷ এর আগে তিনি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন ৷
এদিন পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে গিয়ে চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন সাংসদ ৷ হাসপাতালের মধ্যে অযথা রোগীর আত্মীয়দের ভিড় বন্ধ করতে হবে ৷ প্রয়োজনে প্রতিটি রোগীর জন্য ভিজিটিং কার্ড করতে হবে ৷ হাসপাতাল পরিষ্কার না থাকলে রোগীরা আরও অসুস্থ হয়ে যাবে বলে দাবি করেছেন তিনি ৷ সেই সব দিক দৃষ্টি আকর্ষণ করেন হাসপাতালের চিকিৎসক ও নার্সের। পাণ্ডুয়া হাসপাতালের চিকিৎসক থেকে নার্স সব বিষয়টি শুনলেন ৷
তাঁদের সমস্যার কথাও জানালেন রচনাকে ৷ যদিও এদিন উপস্থিত ছিলেন না পাণ্ডুয়া হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক মঞ্জুর আলম ৷ সাংসদ চলে যাওয়ার পরে পাণ্ডুয়ার ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয় ৷ তিনি সংবাদমাধ্যমকে জানান সবকিছু শুনেছেন পরে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংসদ সুইপার ও সিকিউরিটির বিষয়ে যা বলেছেন, এবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে ৷ যদি সরকারি তরফে ব্যবস্থা করা হলে অবশ্যই উদ্যোগ নেওয়া হবে ৷