ভাটপাড়া, 13 নভেম্বর: নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের দিনও মৃত্যু দেখল বাংলা ৷ বুধবার সকালে নৈহাটির কাছে ভাটপাড়া পুরসভা এলাকায় খুন হন অশোক সাউ ৷ তিনি তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি ৷ ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের দাবি, দলীয় নেতার খুনের নেপথ্যে প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের হাত রয়েছে ৷ জেলে বসেই এই খুনের ছক কষেছেন অর্জুন-ঘনিষ্ঠ পঙ্কজ সাউ ৷
উপ-নির্বাচনের সকালে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন তৃণমূল নেতা ৷ হঠাৎ সেখানে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা ৷ গুলিতে ঝাঁঝরা অশোক সাউকে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷
নৈহাটি উপ-নির্বাচনের সকালে ভাটপাড়ায় খুন হলেন তৃণমূল নেতা (ইটিভি ভারত) পুলিশ সূত্রে খবর, তাঁকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড গুলি চালানো হয়েছে ৷ তদন্তে নেমে পুলিশ এখনও পর্যন্ত দু'জনকে আটক করেছে ৷ তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় সামনে আনতে চায়নি ব্যারাকপুর কমিশনারেট ৷ সূত্রের খবর, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছেন খোদ পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া ৷ রয়েছেন এসপি পদমর্যাদার দুই পুলিশ আধিকারিকও ৷ এই খুনের ঘটনায় সুজল নামে এক যুবকের নাম উঠে এসেছে ৷ তার খোঁজে জগদ্দলের একাধিক এলাকায় তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা ৷ সুজলের মোবাইল নম্বর ট্র্যাক করছেন তদন্তকারীরা ৷
যদিও এই ঘটনায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের তত্ত্বই খাড়া করেছেন বিজেপি নেতা অর্জুন সিং ৷ তাঁর দাবি, "অশোক সাউ কিছু দিন আগে আকাশ নামে এক গুন্ডাকে পিটিয়ে মেরেছিলেন ৷ তারই বদলা নিতে ওই তৃণমূল নেতাকে খুন করেছে আকাশের ভাইয়েরা ৷"
পার্থ বলেন, "এই পঙ্কজ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ ৷"এক তৃণমূল কর্মীর খুনের মামলায় বর্তমানে জেলে রয়েছে পঙ্কজ ৷ বিজেপি নেতা অর্জুন সিংয়ের দলীয় সংঘাত সংক্রান্ত অভিযোগের পাল্টা জবাবে পার্থ ভৌমিক রীতিমতো হুঁশিয়ারির সুরে বলেন, "আসলে ব্যারাকপুর এলাকায় এতদিন ধরে অর্জুন সিং যে গুন্ডারাজের চাষ করেছে, তার রেশ হিসেবে এসব চলছে ৷ এই গুন্ডারাজ শেষ করবই ৷ সব গুন্ডাদের ভাটপাড়া ছেড়ে চলে যেতে হবে ৷" অন্যদিকে, ভাটপাড়ার পালঘাট রোডে শ্যুট আউটের ঘটনার পর সেখানে পৌঁছয় সিআইডি'র বম্ব স্কোয়াড ৷ ঘটনাস্থল থেকে একটি বোমা উদ্ধার করা হয়েছে, খবর সিআইডি সূত্রের ৷