কাকলি ঘোষ দস্তিদারের গাড়িতে দুর্ঘটনা, মাথায় আঘাত তৃণমূল সাংসদের মধ্যমগ্রাম, 17 এপ্রিল: দুর্ঘটনার কবলে বারাসতের সাংসদ তথা তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার । উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের বাড়ি থেকে বেরনোর সময় সাংসদের গাড়িতে একটি প্রাইভেট গাড়ি সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ । দুর্ঘটনার জেরে চোট পেয়েছেন কাকলি ঘোষ দস্তিদার । সূত্রের খবর, তাঁর মাথায় আঘাত লেগেছে । তবে, সেই আঘাত কতটা গুরুতর, সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা না গেলেও তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে বলেই জানা গিয়েছে তৃণমূল সূত্রে ।
ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে করেই মধ্যমগ্রামে জেলা তৃণমূল কার্যালয়ে এসে পৌঁছান বারাসতের সাংসদ ৷ সেখানে তাঁর মাথায় আইস ব্যাগ দিয়ে শুশ্রুষা করেন এক মহিলা নিরাপত্তা কর্মী । দলীয় কার্যালয়েই কিছুক্ষণ ধরে কাকলির প্রাথমিক শুশ্রুষা চলে । পরে, তাঁকে চিকিৎসার জন্য বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয় তাঁকে ।
কাকলি ঘোষ দস্তিদারের দুর্ঘটনাগ্রস্ত গাড়ি৷ মাথায় আঘাত লাগায় এমআইআর-ও করা হতে পারে সাংসদের । চিকিৎসকদের অনুমান, সেই রিপোর্টের মাধ্যমেই স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে মাথার আঘাত সম্পর্কে । তবে, নির্বাচনের প্রচার চলায় হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা করাতে রাজি হননি এই তৃণমূল প্রার্থী । সেই কারণে কিছুক্ষণ পর্যবেক্ষণে থাকার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে । তবে, তাঁকে বিশ্রামে থাকতে বলা হয়েছে চিকিৎসকদের তরফে । এমনটাই খবর হাসপাতাল সূত্রে ।
কাকলি ঘোষ দস্তিদারের দুর্ঘটনাগ্রস্ত গাড়ি৷ বুধবার দুপুরে এই দুর্ঘটনার জেরে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের গাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে । গাড়িটির ডানদিকের পিছনের দিকের দরজার বেশ কিছুটা অংশ দুমড়ে গিয়েছে । অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন বারাসতের তৃণমূল প্রার্থী । কীভাবে দুর্ঘটনাটি ঘটল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় । সাংসদের গাড়িতে এসে কীভাবে ধাক্কা মারল ওই প্রাইভেট গাড়িটি, সেটা নিয়েও ধোঁয়াশা রয়ে গিয়েছে । গোটা বিষয়টি ইতিমধ্যেই খতিয়ে দেখছে পুলিশ ।
তৃণমূল কার্যালয়ে আহত কাকলি ঘোষ দস্তিদার৷ এই বিষয়ে কাকলি ঘোষ দস্তিদার বলেন, "দিগবেড়িয়ার বাড়ি থেকে বেরিয়ে জেলা পার্টি অফিস যাচ্ছিলাম দলীয় কর্মসূচিতে যোগ দিতে । তখনই রাস্তার উল্টো দিক থেকে একটি গাড়ি এসে সজোরে ধাক্কা মারে । ধাক্কায় সামলাতে না পেরে গাড়ির সামনের অংশ মাথায় লাগে । চক্রান্ত থাকলেও থাকতে পারে। পুলিশ দেখছে বিষয়টি ।"
এদিকে, কাকলির প্রতিপক্ষ বিজেপি প্রার্থী স্বপন মজুমদার অবশ্য এই দুর্ঘটনার মধ্যে কোনও রহস্য থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন । তিনি বলেন, "ভোট এলেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের নেতারা দুর্ঘটনার মধ্যে পড়ে । এটার মধ্যে কোথাও না কোথাও রহস্য রয়েছে । কী রহস্য সেটা বলতে পারব না । তবে উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, সেই কামনায় করি ।"
আরও পড়ুন:
- রাস্তা-জল-আলো সবই আছে বারাসতে! কী বলছে কাকলি ঘোষ দস্তিদারের রিপোর্ট ?
- ‘ছন্নছাড়া’ বিরোধীদের বিরুদ্ধে তৃণমূলের ‘উন্নয়নে’ ভর করে বারাসতে ফের জিততে আত্মবিশ্বাসী কাকলি
- 'বারাসত থেকে প্রতিদ্বন্দ্বিতা করলে পালিশ করে দেব', নাম না-করে বিচারপতিকে নিশানা কাকলির