কলকাতা, 16 অগস্ট:আরজি কর-কাণ্ডের প্রতিবাদে উত্তাল বাংলা। রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নেমছে রাজনৈতিক দলগুলো। দোষীদের শাস্তি এবং নারীদের নিরাপত্তার দাবিতে পথে নেমেছে আমজনতা ৷ এই আবহেই শুক্রবার পথে নামছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে হাঁটবেন তিনিও। তার আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল নেত্রীর মিছিলের বিষয়ে জানালেন তৃণমূলের মুখপাত্র ডেরেক ও'ব্রায়ান ৷ জানালেন কী দাবিতে এই মিছিল হবে ৷
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সরব দেশের প্রায় সবকটি সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। তদন্ত করছে সিবিআই ৷ এর মাঝেই ভাঙচুর চালানো হয় আরজি কর হাসপাতালে ৷ সব মিলিয়ে নিশানায় উঠে এসেছে রাজ্য প্রশাসনের ভূমিকা ৷ তৃণমূলের দিকেও আঙুল উঠেছে ৷ এর মাঝেই শুক্রবার মামলার দ্রুত বিচার এবং সব দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে পথে নামছে তৃণমূল ৷ মিছিলের নেতৃত্ব দেবেন খোদ মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তার আগে এদিন এক্স হ্যান্ডেলে ডেরেক লিখেছেন, "কলকাতায় এক তরুণীকে হত্যা ও ধর্ষণের চেয়ে জঘন্য অপরাধ কল্পনা করাও কঠিন। জনগণের ক্ষোভ সম্পূর্ণরূপে বোধগম্য। আরজি কর হাসপাতালের ঘটনায় এক সমাবেশের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।"