পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুপার স্পেশালিটি হাসপাতাল সাফাইয়ে শাসক-বিধায়ক ! নাটক বলে দাবি বিজেপির - MLA BARJORA TAKES NEW INITIATIVE - MLA BARJORA TAKES NEW INITIATIVE

Barjora Super Specialty Hospital: বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর ঝাঁটা হাতে পরিস্কার করলেন তৃণমূল বিধায়ক ৷ হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিষেবা নিয়ে লাগাতার আন্দোলনে চাপে পড়ে এখন নাটক করছেন বিধায়ক,পালটা অভিযোগ বিজেপির ৷

Barjora Super Specialty Hospital
হাসপাতাল সাফাইয়ে নামলেন খোদ বিধায়ক (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 4, 2024, 4:56 PM IST

বড়জোড়া, 4 অগস্ট: হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ-পালটা অভিযোগের মধ্যেই এবার সাফাইয়ে নামলেন তৃণমূল বিধায়ক-সহ এলাকার জনপ্রতিনিধিরা। হাসপাতাল চত্বরের ঝোপঝাড় কেটে, জমা জল সরিয়ে কীটনাশক ও জীবানুনাশক ছড়ালেন শাসকদলের বিধায়ক অলোক মুখোপাধ্যায় ও অন্য জনপ্রতিনিধিরা। বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরের এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

হাসপাতাল সাফাইয়ে নামলেন খোদ বিধায়ক (ইটিভি ভারত)

বিজেপির দাবি হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিষেবা নিয়ে লাগাতার আন্দোলনে চাপে পড়ে এখন নাটক করছেন বিধায়ক। সাধারণ মানুষ অবশ্য বলছেন, এভাবে ময়দানে নেমে জনপ্রতিনিধিরা যদি হাসপাতাল সাফাই করেন তাতে ক্ষতি কী ? বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের অন্ত নেই।

চিকিৎসা পরিষেবা সংক্রান্ত অভিযোগের পাশাপাশি বর্ষা পড়তেই যুক্ত হয়েছে পরিচ্ছন্নতা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ। হাসপাতাল চত্বরে জল জমা নিয়ে বারবার অভিযোগ তুলেছেন স্থানীয়রা ৷ পাশাপাশি জঞ্জাল সাফাই ও হাসপাতাল চত্বরে ক্রমবর্ধমান ঝোপঝাড় পরিস্কার করা নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে রোগী ও রোগীর পরিজনদের। এই সব অভিযোগকে সামনে রেখে সম্প্রতি আন্দোলনেও নামতে দেখা যায় বিজেপিকে। জমা দল থেকে ডেঙ্গির মতো রোগও দ্রুত ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা করেছিলেন স্থানীয়রা ৷ এমনই আবহে এদিন সাফাই অভিযানে সামিল হলেন বিধায়ক ৷

এই পরিস্থিতিতে এবার হাসপাতাল চত্বর সাফাইয়ে কোমর বেঁধে নামতে দেখা গেল এলাকার বিধায়ক অলোক মুখোপাধ্যায় এবং অন্য জনপ্রতিনিধিদের। এদিন সকাল থেকে হাসপাতালের কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন করতে হাত লাগান বিধায়ক-সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। বিধায়কের দাবি সারা রাজ্যেই এই বর্ষার মরসুমে ডেঙ্গি ও ম্যালেরিয়া দাপট দেখাচ্ছে। এই পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর পরিজনদের কথা ভেবেই এই সাফাই অভিযান করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details