কলকাতা, 22 মে: রাজ্যপালের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলল তৃণমূল ৷ রাজ্যপালের গলায় বিজেপির পদ্ম চিহ্ন লাগানো উত্তরীয় দেখা যাওয়ার ছবি নিয়ে রাজ্য-রাজনীতিতে নতুন করে তরজা শুরু হল ৷ তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ৷ তাতে দেখা যাচ্ছে রাজ্যপালের গলায় যে উত্তরীয় ঝুলছে, তাতে বিজেপির পদ্ম চিহ্নের ব্যাচ লাগানো আছে ৷ এই ছবিটি কোন অনুষ্ঠানের, তা স্পষ্ট নয় ৷ তবে রাজভবনের অস্থায়ী কর্মীকে যৌন হেনস্তার পর নতুন বিতর্কে রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷
রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বঙ্গ বিজেপির সুসম্পর্ক ৷ এমন অভিযোগ আগেও তুলেছে তৃণমূল ৷ এবার কুণাল ঘোষ এই ছবিটি পোস্ট করে প্রশ্ন তুলেছেন, "রাজ্যপালের গলায় বিজেপির প্রতীক ৷ এই ছবিটি সত্যি কি না, তা মাননীয় রাজ্যপালকে পরিষ্কার করে জানাতে হবে ৷ এই ছবিটি কোনদিনের এবং কখন তোলা হয়েছে ? সেই দিনক্ষণ তাঁকে প্রকাশ্যে আনতে হবে ! যদি দেখা যায়, এই ছবিটি রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলানোর সময়কালের ৷ তাহলে তাঁর এক্ষুনি রাজ্যপাল পদে ইস্তফা দেওয়া উচিত ৷"