কলকাতা, 20 নভেম্বর: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুর্শিদাবাদের বেলডাঙা যাওয়ার পথে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ৷ এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রশ্ন করেন, "সুকান্ত মজুমদার একজন সাংসদ, তিনি মণিপুরে যাচ্ছেন না কেন ?"
রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মুর্শিদাবাদ যাওয়ার ঘটনা প্রসঙ্গে কুণাল বলেন, "বাংলাকে অশান্ত করার জন্য অথবা কালিমালিপ্ত করার জন্য বিজেপি সবসময় বদনাম করে ৷ ধর্মীয় মেরুকরণের চেষ্টা করে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে ৷ প্ররোচনা দেয় ৷"
বিজেপি নেতারা মণিপুরে যাচ্ছেন না কেন, প্রশ্ন তৃণমূল নেতা কুণাল ঘোষের (ইটিভি ভারত) গত এক বছর ধরে মণিপুরে একের পর এক হিংসার ঘটনা ঘটে চলেছে ৷ উত্তর-পূর্বের এই ছোট্ট রাজ্যটিতে পা দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে কুণাল বলেন, "আসলে মণিপুর জ্বলছে ৷ বছর ঘুরে গেল । তারপরও জ্বলছে ৷ শান্তি ফেরাতে ব্যর্থ হয়েছে বিজেপির কেন্দ্রীয় সরকার ৷ খুন, ধর্ষণ, ডাকাতি, নারী নির্যাতন সব চলছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক মিনিট সময় হয়নি সেখানে গিয়ে মানুষের পাশে দাঁড়াবার ৷ নজর ঘোরাবার জন্য বাংলার কোথাও একটা উসকানিমূলক কিছু তৈরি করার চেষ্টা হচ্ছে ৷"
এবারের লোকসভা নির্বাচনে বালুরঘাট থেকে ফের সাংসদ নির্বাচিত হয়েছেন সুকান্ত মজুমদার ৷ তাঁর কাছে তৃণমূল নেতার প্রশ্ন, "সুকান্ত মজুমদার তো সাংসদ ৷ ভারতের সাংসদ ৷ লোকসভার সাংসদ ৷ তিনি কেন যাচ্ছেন না মণিপুরে ? শান্তির বার্তা নিয়ে সেখানে যাচ্ছেন না কেন সুকান্ত মজুমদার ?" কুণাল আরও বলেন, "বেলডাঙার মতো বিষয় নিয়ে মানুষকে প্ররোচিত করছে বিজেপি নেতারা ৷ পুলিশের উচিত সুকান্ত, গিরিরাজ (কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং)-দের মতো বিজেপি নেতাদের গ্রেফতার করে আদালতে না তুলে মণিপুরে ছেড়ে দিয়ে আসা ৷"