কলকাতা, 5 সেপ্টেম্বর: পুলিশ যদি টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে থাকে, সেই অভিযোগ তদন্তকারী এজেন্সি সিবিআইকে কি জানানো হয়নি ? প্রশ্ন তুললেন তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ ৷ বুধবার রাত দখলের রাতে আরজি কর হাসপাতালে নিহত পড়ুয়া-চিকিৎসকের বাবা অভিযোগ করেছেন, ডিসি নর্থ তাঁদের টাকা দিতে চেয়েছিলেন ৷ আর ডিসি সেন্ট্রাল মিডিয়ার সামনে আগাগোড়া মিথ্যা বলে চলেছেন ৷
আরজি করে নির্যাতিতা পড়ুয়া চিকিৎসকের মৃত্যুতে গতকাল সাংবাদিকদের সামনে এই দাবি করেছেন নিহতের বাবা-মা ৷ এই প্রসঙ্গে বৃহস্পতিবার তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে প্রশ্ন করলেন, "টাকা ? অভিযোগ মারাত্মক ।"
9 অগস্ট সকাল আনুমানিক 10টার সময় আরজি কর হাসপাতালের চার তলায় সেমিনার হল থেকে পড়ুয়া-চিকিৎসকের দেহ উদ্ধার হয় ৷ তিনি কলেজের স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন ৷ জানা যায়, তাঁকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে ৷
রাত দখলে 4 সেপ্টেম্বর আরজি কর হাসপাতালে নির্যাতিতার বাবা-মা বলেছেন, "আমার মেয়ের দেহ সেখানে শোয়ানো, ডিসি নর্থ আমাদের টাকা দিতে চায় ৷" প্রথম দিকে এই ঘটনার তদন্ত করছিল কলকাতা পুলিশ ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে 16 অগস্ট থেকে সিবিআই এর তদন্ত শুরু করে ৷ সেদিন থেকে 5 সেপ্টেম্বরের আগে পর্যন্ত পুলিশের টাকা দেওয়ার প্রস্তাবের বিষয়টি সামনে আসেনি ৷