কোচবিহার, 17 মে:শীতলকুচিতে গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান অনিমেষ রায় ৷ লালাবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান তিনি। জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে লালাবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমেষ রায় বাইকে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়, পায়ে গুলি লাগে । তবে কে বা কারা প্রধানকে লক্ষ্য করে গুলি করে সেই বিষয়টি স্পষ্ট নয় ৷ স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান ৷ সেখান থেকে কোচবিহারে রেফার করা হয়েছে ৷ বর্তমানে কোচবিহারের বেসরকারি নার্সিংহোমে তিনি চিকিৎসাধীন তিনি ।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে পঞ্চায়েত প্রধান অনিমেষ রায় একটি বাইকে করে বাড়ি ফিরছিলেন ৷ সেই সময়েই তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে ৷ ঘটনা প্রসঙ্গেই এক পুলিশ আধিকারিক বলেন, "আহতের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে বিশেষ কিছু জানা যায়নি ৷ তবে দুষ্কৃতীদের খোঁজ শুরু হয়ছে ৷"