পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শাহজাহান-ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে খেলার মাঠ বেদখল করে নির্মাণের অভিযোগ, সন্দেশখালিতে ফের উত্তেজনা - Shahjahan

Sandeshkhali Violence: ফের শাহজাহান ঘনিষ্ঠের বিরুদ্ধে খেলার মাঠ দখলের অভিযোগ ৷ সেই জায়গায় দোকানঘর নির্মাণ করা হয়েছে বলে দাবি গ্রামবাসীদের ৷

Etv Bharat
খেলার মাঠ দখল করে দোকান নির্মাণের অভিযোগ

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 6:21 PM IST

সন্দেশখালি, 28 ফেব্রুয়ারি: সন্দেশখালির বিক্ষোভের আঁচ ক্রমশ ছড়িয়ে পড়ছে আশপাশেও। বুধবার তা টের পাওয়া গেল ন‍্যাজাটেও। এখানেও সেই শেখ শাহজাহান এবং তাঁর ঘনিষ্ঠ তৃণমূল নেতা শান্তনু জানার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। গায়ের জোরে বাচ্চাদের খেলার মাঠ দখল করে সেখানে রাতারাতি দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে পঞ্চায়েত সদস্যার স্বামী তথা তৃণমূল নেতা শান্তনু জানার বিরুদ্ধে। এমন অভিযোগ ঘিরেই বুধবার উত্তপ্ত হয়ে ওঠে বয়ারমারি গ্রাম পঞ্চায়েতের কানমারি এলাকা। গ্রামবাসীদের দাবি, বিধায়ক সুকুমার মাহাতো থেকে শুরু পুলিশ প্রশাসন। সকলের কাছেই তাঁরা গিয়েছিলেন জবরদখল এই খেলার মাঠ দখলমুক্ত করতে। কিন্তু কোনও সুরাহা হয়নি।

শেষমেশ এদিন ধৈর্যের বাঁধ ভাঙে গ্রামের মহিলাদের । গ্রামবাসীরা এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠেন যে, রীতিমতো চড়াও হয়ে নির্মীয়মাণ সেই দোকানঘরের ইটের গাঁথনি ভেঙে ফেলেন। খেলার মাঠ ফেরানোর দাবিতে চলে বিক্ষোভও। খবর পেয়ে পুলিশ এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে ক্ষোভ প্রশমনের চেষ্টা করে । এই নিয়ে অভিযোগও জানাতে বলা হয় তাঁদের। শেষে পুলিশি হস্তক্ষেপে সহায়তা কেন্দ্রে গ্রামবাসীরা ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বুধবার বেলা গড়াতেই ফের ঝুপখালিতে শাহজাহান ঘনিষ্ঠ আরেক তৃণমূল নেতা হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পথে নামেন গ্রামের মহিলারা । তাঁদের অভিযোগ, বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সিদ্দিক মোল্লা আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে কাটমানি নেওয়া থেকে শুরু করে জব কার্ডের টাকা হাতিয়ে নেওয়া সবেতেই সিদ্ধহস্ত। তাই তাঁকে গ্রেফতার করে কড়া শাস্তি দিতে হবে ।

এদিকে, 144 ধারা জারির যুক্তি দেখিয়ে এদিন ঝুপখালিতে বিক্ষোভরত মহিলাদের পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে তা নিয়ে উত্তেজনা তৈরি হয় । পরে, অভিযোগপত্র হাতে নিয়েই মহিলারা এগোতে থাকেন পুলিশি সহায়তা কেন্দ্রের দিকে। সেখানে তাঁরা অভিযোগপত্র জমা দেন বলে জানা গিয়েছে ।

অন‍্যদিকে, দলীয় বিধায়ক নওশাদ সিদ্দিকিকে অন‍্যায়ভাবে গ্রেফতার এবং সন্দেশখালিকাণ্ডে ধৃত মহিলা নেত্রী আয়েষা বিবির নিঃশর্ত মুক্তির দাবিতে এদিন বসিরহাট মহকুমা আদালত চত্বরে বিক্ষোভ দেখান আইএসএফ নেতা-কর্মীরা। তিনদিনের পুলিশি হেফাজতের পর এদিনই আইএসএফের নেত্রী আয়েশা বিবিকে ফের বসিরহাট মহকুমা আদালতে পেশ করছে পুলিশ। আদালত আইএসএফ নেত্রীকে জামিনের নির্দেশ দিয়েছে ৷

আরও পড়ুন :

  1. 'তৃণমূলে থেকে মানুষকে বঞ্চনা করা যাবে না', সন্দেশখালি উত্তাপের মধ্যেই স্পষ্ট বার্তা মমতার
  2. সন্দেশখালি ঘুরে 'তিক্ত' অভিজ্ঞতার কথা শোনালেন নাট্যকর্মীরা
  3. দ্বিতীয় পর্যায়ে সন্দেশখালিতে 130 জনের জমি ফেরাল প্রশাসন, শুরু সাঁকো তৈরির কাজও

ABOUT THE AUTHOR

...view details