সন্দেশখালি, 28 ফেব্রুয়ারি: সন্দেশখালির বিক্ষোভের আঁচ ক্রমশ ছড়িয়ে পড়ছে আশপাশেও। বুধবার তা টের পাওয়া গেল ন্যাজাটেও। এখানেও সেই শেখ শাহজাহান এবং তাঁর ঘনিষ্ঠ তৃণমূল নেতা শান্তনু জানার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। গায়ের জোরে বাচ্চাদের খেলার মাঠ দখল করে সেখানে রাতারাতি দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে পঞ্চায়েত সদস্যার স্বামী তথা তৃণমূল নেতা শান্তনু জানার বিরুদ্ধে। এমন অভিযোগ ঘিরেই বুধবার উত্তপ্ত হয়ে ওঠে বয়ারমারি গ্রাম পঞ্চায়েতের কানমারি এলাকা। গ্রামবাসীদের দাবি, বিধায়ক সুকুমার মাহাতো থেকে শুরু পুলিশ প্রশাসন। সকলের কাছেই তাঁরা গিয়েছিলেন জবরদখল এই খেলার মাঠ দখলমুক্ত করতে। কিন্তু কোনও সুরাহা হয়নি।
শেষমেশ এদিন ধৈর্যের বাঁধ ভাঙে গ্রামের মহিলাদের । গ্রামবাসীরা এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠেন যে, রীতিমতো চড়াও হয়ে নির্মীয়মাণ সেই দোকানঘরের ইটের গাঁথনি ভেঙে ফেলেন। খেলার মাঠ ফেরানোর দাবিতে চলে বিক্ষোভও। খবর পেয়ে পুলিশ এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে ক্ষোভ প্রশমনের চেষ্টা করে । এই নিয়ে অভিযোগও জানাতে বলা হয় তাঁদের। শেষে পুলিশি হস্তক্ষেপে সহায়তা কেন্দ্রে গ্রামবাসীরা ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বুধবার বেলা গড়াতেই ফের ঝুপখালিতে শাহজাহান ঘনিষ্ঠ আরেক তৃণমূল নেতা হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পথে নামেন গ্রামের মহিলারা । তাঁদের অভিযোগ, বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সিদ্দিক মোল্লা আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে কাটমানি নেওয়া থেকে শুরু করে জব কার্ডের টাকা হাতিয়ে নেওয়া সবেতেই সিদ্ধহস্ত। তাই তাঁকে গ্রেফতার করে কড়া শাস্তি দিতে হবে ।