পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে ! কুলটিতে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর - TMC INNER CLASH

প্রাক্তন কাউন্সিলর আখতার হোসেনের বিরুদ্ধে 65 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতিকে মারধরের অভিযোগ ৷ সেই অভিযোগের ভিত্তিতে প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ ৷

TMC INNER CLASH
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ (ফাইল চিত্র, ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2025, 1:00 PM IST

আসানসোল, 27 জানুয়ারি: ফের প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ বিগত কয়েকমাস ধরে আসানসোল পুরনিগমের 65 নম্বর ওয়ার্ডের কুলটি এলাকায় প্রাক্তন ও নব্য কাউন্সিলরের মধ্যে অশান্তি অব্যাহত ৷ এবার চরমে পৌঁছেছে সেই অশান্তি ৷ ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতা আখতার হোসেনের বিরুদ্ধে তৃণমূল সভাপতিকে মারধরের অভিযোগ উঠল ৷ ঘটনায় প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয় ৷ সেই অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে আখতার হোসেনকে গ্রেফতার করে পুলিশ ৷

কুলটির 65 নম্বর ওয়ার্ডে বেশ কয়েকবারের কাউন্সিলার ছিলেন আখতার হোসেন । কিন্তু, 2022 সালে গত পুরভোটে ওয়ার্ডের নির্দলপ্রার্থী নাদিম আখতারের কাছে হেরে যান তিনি । পরে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে নাদিম আখতার তৃণমূলে যোগদান করেন ৷ বর্তমানে তিনি কাউন্সিলর হওয়ার পাশাপাশি ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতিও ।

কুলটিতে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ (ইটিভি ভারত)

দলের একাংশের অভিযোগ, নাদিম আখতারকে তৃণমূলে যোগদানের পর থেকে উজ্জ্বল বিরোধী হয়ে ওঠেন আখতার হোসেন ৷ হারানো জমি ফিরে পেতে কাউন্সিলার নাদিম ও তাঁর অনুগামীদের সঙ্গে প্রায়ই অশান্তিতে জড়িয়ে পড়েন আখতার ৷ ওয়ার্ডের দায়িত্ব আখতার হোসেন নিজের দখলে রাখতে চান ৷ সেই কারণে অশান্তি জিইয়ে রেখেছেন বলে অভিযোগ কাউন্সিলর নাদিম আখতারের ।

রবিবার বিকেলে ওয়ার্ডের তৃণমূল সভাপতি জমির কুরেশির বাড়ির সামনে বেশ কিছু বাসনপত্র রেখে দেওয়া নিয়ে অশান্তির সূত্রপাত । সেই বাসনপত্র রেখেছিল আখতার হোসেনের কোনও অনুগামী । সামান্য কারণে প্রথমে বচসা শুরু হয় । পরে দলবল নিয়ে আখতার হোসেন জমির কুরেশিকে মারধর করে বলে অভিযোগ । ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয় । যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় কুলটি থানার পুলিশ ৷ এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । ঘটনার জেরে কাউন্সিলর নাদিম আখতার ও জমির কুরেশি আখতার হোসেনের বিরুদ্ধে কুলটি থানায় অভিযোগ দায়ের করেন ।

গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ (নিজস্ব চিত্র)

সেই অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে গ্রেফতার করা হয় প্রাক্তন কাউন্সিলর আখতার হোসেনকে । ঘটনাপ্রসঙ্গে আখতার হোসেন বলেন, "কুলটিতে উজ্জ্বল চট্টোপাধ্যায়ের বিরোধিতা করলেই তাঁকে জেলে ঢুকতে হয় ৷ তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। আমার বিরুদ্ধেও তাই করা হয়েছে ।"

যদিও বর্তমান কাউন্সিলর নাদিম আখতারের দাবি, "কুলটির কেন্দুয়া বাজার থেকে শুরু করে আশপাশের এলাকায় তাণ্ডব করে চলেছেন প্রাক্তন কাউন্সিলর আখতার হোসেন ও তাঁর অনুগামীরা । এই অত্যাচার বন্ধ হওয়া দরকার । সেই কারণেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি ৷ পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়ে প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করেছে ।" এ বিষয়ে অবশ্য জেলা তৃণমূল চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের কোনও মতামত পাওয়া যায়নি ।

পড়ুন:সীমান্তে বাঙ্কার-রহস্য ! ঘটনাস্থল পরিদর্শনে এনসিবি-বিএসএফ

ABOUT THE AUTHOR

...view details