কলকাতা, 10 জুলাই: নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে অন্য ছবি ধরা পড়ল মানিকতলা বিধানসভা কেন্দ্রে ৷ বিজেপি প্রার্থীর মাকে ভোট কেন্দ্রে পৌঁছে দিলেন তৃণমূল প্রার্থীর নির্বাচনী এজেন্ট ৷ বুধবার সকালে উল্টোডাঙায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন সন্ধ্যা চৌবে ৷ যিনি মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের মা ৷ মঙ্গলবারই ভোটের আগে কল্যাণ চৌবের ভোটে সাহায্য চাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল ৷
এদিকে কোথায় ভোট হচ্ছে তা তিনি ঠিকমতো ঠাউর করে উঠতে পারছিলেন না তিনি ৷ এই অবস্থায় বিজেপি প্রার্থীর মাকে ভোট দিতে সাহায্য করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্ট অনিন্দ্য রাউত ৷ কল্যাণ চৌবের মায়ের সমস্যা হচ্ছে বুঝতে পেরে এগিয়ে যান তিনি ৷
এরপর দলীয় কর্মীদের তাঁকে সঠিক বুথে পৌঁছে দিতে নির্দেশ দেন তৃণমূল কর্মী অনিন্দ্য রাউত। সন্ধ্যা চৌবে ভোট দিয়ে বেরিয়ে এলে দু'জনকে একসঙ্গে ছবি তুলতেও দেখা যায় ৷ এদিন কলকাতা পুরনিগমের 13 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে ৷ বিজেপি প্রার্থীর মা সন্ধ্যা চৌবে বলেন, "ভোটের রাজনীতিতে বিরোধিতা থাকলেও এখনও যে আমাদের মধ্যে সহ-নাগরিককে সাহায্য করার একটা মানসিকতা রয়েছে, এই ঘটনা তারই বহিঃপ্রকাশ ৷" নির্বাচনে যখন হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে, শাসক এবং বিরোধীর মধ্যে তখন এ ধরনের ঘটনা অভিনব ৷