বলাগড় (হুগলি), 20 মে: 'দিদি নম্বর ওয়ানে'র মঞ্চ ছেড়ে প্রথমবার ভোটের ময়দানে লড়াইয়ে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্য়োপাধ্যায় ৷ সিনেমা নয়, ভোটবাক্সে আজ তাঁর 'অগ্নিপরীক্ষা' ৷ পঞ্চম দফায় ভোটগ্রহণ চলছে হুগলি লোকসভা কেন্দ্রে ৷ সকাল থেকেই গরমকে উপেক্ষা করে বুথ পরিদর্শনে পথে নেমে পড়েছেন রচনা ৷ কেন্দ্রে ঢুকে ভোট প্রক্রিয়া দেখছেন ৷ পাশাপাশি ভোটারদের সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে তাঁকে ৷ বেশ খোশমেজাজেই সকাল থেকে ধরা দিয়েছেন অভিনেত্রী ৷
তৃণমূল প্রার্থী রচনা বন্দ্য়োপাধ্যায়ের দাবি, শান্তিপূর্ণভাবেই ভোট চলছে হুগলিতে ৷ তবে ভোটের আগের দিন অর্থাৎ, রবিবার রাতে তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুর করার অভিযোগ ওঠে ৷ অভিযোগের আঙুল বিজেপির দিকে ৷ ঘটনাটি ঘটেছে হুগলির বলাগড়ের তিনচড়া এলাকায় ৷ সোমবার সকালে সেখানে যান রচনা ৷ দলের কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি ৷ রচনাকে দেখে ভিড় জমে যায় এলাকায় ৷ এক বৃদ্ধা এগিয়ে এসে অভিনেত্রীকে জড়িয়ে ধরেন ৷ রচনাও হেসে বাক্যবিনিময় করেন তাঁর সঙ্গে ৷ গরম থেকে বাঁচতে বৃদ্ধাকে সকাল সকাল গিয়ে ভোট দিয়ে আসতে বলেন তিনি ৷ রচনাকে দেখে ঘিরে ধরে সেলফি তোলার আবদার করেন মহিলারা ৷ তাঁদের নিরাশ করেননি, সেই আবদারও মেটান তৃণমূল প্রার্থী ৷ একই সঙ্গে তিনচড়া প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র ঘুরে দেখেন এই তারকাপ্রার্থী ৷