বসিরহাট, 8 এপ্রিল:অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বসিরহাটের তৃণমূল প্রার্থী তথা হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম। কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি ৷ সূত্রের খবর, শনিবার জ্বরের উপসর্গ নিয়ে ওই কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন হাজি নুরুল। উপসর্গ দেখে চিকিৎসকদের একাংশের ধারণা, সম্ভবত তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি । এছাড়া তাঁর ডান ফুসফুসেও সংক্রমণও রয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।
এবার বসিরহাট লোকসভা কেন্দ্রে টিকিট দেয়নি গতবারের তারকা সাংসদ নুসরত জাহানকে। পরিবর্তে প্রার্থী করা হয়েছে বসিরহাটের ভূমিপুত্র ও হাড়োয়ার তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলামকে। প্রার্থী হিসেবে টিকিট পাওয়ার পরই জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন ৷ হাড়োয়া থেকে মিনাখাঁ,বসিরহাট পর্যন্ত প্রচার চালাচ্ছেন তিনি । আবার কখনও বিতর্কিত সন্দেশখালিতে গিয়েও ভোটের প্রচার চালাতে দেখা গিয়েছে শাসকদলের এই প্রার্থীকে ৷
গত শনিবারও হাজি নুরুল ইসলাম টাকিতে গিয়েছিলেন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঘরোয়া বৈঠক করতে। সেখানেই তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বলে খবর দলীয় সূত্র মারফত। এরপরই তড়িঘড়ি হাজি নুরুলকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বসিরহাটের তৃণমূল প্রার্থী