দার্জিলিং, 23 এপ্রিল:রাজনৈতিক সৌজন্যতা দেখানোর ক্ষেত্রে কখনও পিছপা হন না তৃণমূলের বিদায়ী সাংসদ দীপক অধিকারী ৷ মঙ্গলবার ফের সেই মেজাজে দেখা গেল তাঁকে ৷ বাগডোগরা বিমানবন্দরে তাঁকে দেখেই 'জয় শ্রীরাম' স্লোগান দেন এক বিজেপি কর্মী ৷ সৌজন্য দেখিয়ে সেই বিজেপি কর্মীকে কাছে ডেকে হাত মিলিয়ে গলা জড়িয়ে ধরলেন দেব ৷
এদিন সকালে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারে উত্তরবঙ্গে প্রচারে আসেন তৃণমূলের তারকা প্রার্থী দেব ৷ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে প্রচার ও রোড শো করবেন তিনি ৷ সেজন্য এদিন সকালে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি ৷ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছতেই তাঁকে দেখে বিজেপির বেশ কিছু কর্মী-সমর্থকরা 'জয় শ্রীরাম' স্লোগান দিতে শুরু করেন ৷ স্লোগান শুনে তাঁদের দিকে এগিয়ে যান দেব ৷ বিজেপি কর্মীর সঙ্গে হাত মিলিয়ে গলা জড়িয়ে ধরলেন তিনি ৷
ঘটনা প্রসঙ্গে দেব বলেন, "আমার দশ বছর হয়ে গেল রাজনীতিতে । আমার জয় শ্রীরাম বলতে কোন অসুবিধে নেই । রাম সমগ্র ভারতবাসীর । ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না । দেব জানে কিভাবে পরিস্থিতি সামাল দিতে হয় । সবকিছু রাগ-অভিমান দিয়ে হয় না ৷ কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে যায় ।"