কলকাতা, 10 এপ্রিল: উত্তর কলকাতার বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তমোঘ্ন ঘোষের বাড়ির সিসিটিভি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হল আমহার্স্ট স্ট্রিট চত্বর ৷ বিজেপির অভিযোগ সিসিটিভি ভাঙার পেছনে তৃণমূলের হাত রয়েছে ৷ এই ঘটনায় বুধবার বিজেপি'র তরফে অভিযোগ জানাতে আমহার্স্ট স্ট্রিট থানায় যান তমোঘ্ন ঘোষ এবং কলকাতা উত্তর লোকসভার বিজেপি প্রার্থী তাপস রায় ৷ সেই সময় অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক আমহার্স্ট স্ট্রিট থানার বাইরে জমায়েত শুরু করে ৷ যার পরেই তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকরা মুখোমুখি চলে আসে ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ মাঝে ঢাল হয়ে দাঁড়ায় ৷ পরে দু’পক্ষ রাস্তায় বসে বিক্ষোভ দেখা শুরু করে ৷ বিজেপি ও তৃণমূল সিসিটিভি ভাঙার ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ৷
এদিন বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, উত্তর কলকাতার বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষের বাড়ির সিসিটিভি তৃণমূলের লোকজন ভেঙেছে ৷ এই অভিযোগে বিজেপি কর্মীরা থানার সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ ঠিক তখনই উলটোদিকে তৃণমূল কংগ্রেসের জমায়েত শুরু হয় ৷ তখন তৃণমূলের তরফে পালটা অভিযোগ করা হয়, ওই বাড়ির একতলায় থাকেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা তপন ঘোষ থাকেন ৷ ওই সিসিটিভিগুলি তিনিই লাগিয়েছিলেন ৷ ফলে বিজেপির তরফে সেগুলি ভেঙে ফেলা হয়েছে ৷ তার জেরে তপন ঘোষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে ৷