কলকাতা ও দিল্লি, 27 জুলাই: নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করা নিয়ে বিতর্কে জড়াল কেন্দ্র ও রাজ্য ৷ এই ঘটনায় মোদি সরকারকে 'মাইক বন্ধ সরকার' বলে কটাক্ষ করল তৃণমূল ৷ পালটা তৃণমূল সুপ্রিমোকে 'মিথ্যাবাদী' বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷
নীতি আয়োগের বৈঠকে কী বলেছিলেন মমতা ?
মমতা বলেন, "রাজ্যগুলোকে যদি আপনারা পঙ্গু করে দেন, তাহলে কেন্দ্রও তো আগামিদিনে পঙ্গু হয়ে যাবে ৷ এই বিষয়ের গুরুত্বটা বোঝা উচিত ৷ এই কথাগুলো বলছিলাম, দেখলাম বারবার বেল বাজাচ্ছে ৷ রাজনাথ সিং সভাপতিত্ব করছিলেন ৷ একপাশে ছিলেন প্রধানমন্ত্রী ৷ অন্যপাশে ছিলেন অমিত শাহ ৷ মনে হয় বলে দিয়েছিলেন ৷ আমার বক্তব্য যেই পাঁচ মিনিট হবে, তখনই থামতে বলা হয় ৷ আমি বলি, ঠিক আছে থামছি ৷ আপনারা শুনতে চান না তো, চললাম ৷ আমি বয়কট করে চলে এসেছি ৷ তার কারণ হচ্ছে তোমরা বাংলার বঞ্চনার কথা শুনতে চাও না ৷"
নির্মলা সীতারমনের পালটা দাবি
মমতার দাবি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, "প্রত্যেক মুখ্যমন্ত্রীকে তাঁর বক্তব্য বলার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল ৷ সেটা স্ক্রিনে ভেসে উঠছিল ৷ তাঁদের বক্তব্যের শেষে বা সময় শেষ হওয়ার আগে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিজের মাইকের উপরে একটি আওয়াজ করছিলেন, যাতে বোঝা যাচ্ছিল যে এবার বক্তার সময় শেষ হয়েছে ৷ প্রত্যেক মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেই এমনটা করা হয়েছিল ৷"