দুর্গাপুর, 4 জুন: লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ টেকনোলজিতে 39 নম্বর বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনা কেন্দ্র। বর্ধমানের নবাবহাট মোড় থেকে নিরাপত্তা বেষ্টনী চোখে পড়ল মঙ্গলবার সকাল থেকে। বিভিন্ন দলের যারা গণনা কেন্দ্রে প্রবেশ করেছেন তাঁদের কড়া পরীক্ষা-নিরীক্ষার পর প্রবেশাধিকার দেওয়া হয়। গণনাকেন্দ্রের কর্মীদেরকেও বৈধ প্রবেশপত্র দেখানোর পরেই গণনাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়।
ত্রিস্তর নিরাপত্তার মোড়কে বর্ধমান-দুর্গাপুর লোকসভার গণনাকেন্দ্র - Lok Sabha Elections Results 2024
Tight Security in Counting Centre: সাত দফা নির্বাচনের পর মঙ্গলে ফলপ্রকাশ 2024 লোকসভা নির্বাচনের ৷ পুরো দেশের সঙ্গে রাজ্যের 42টি আসনেও ভোট গণনা চলছে ৷ তিন স্তরের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী ৷ রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী ও স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা ৷
Published : Jun 4, 2024, 9:09 AM IST
|Updated : Jun 4, 2024, 9:30 AM IST
ত্রিস্তরবিশিষ্ট এক নিরাপত্তা বলয়ে প্রথমে রাজ্য পুলিশ, পরে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী একসাথে কর্তব্যরত। গণনাকেন্দ্রের দুই মেরুতে মূল দুই প্রতিপক্ষ বিজেপি ও তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিস করা হয়। দুই দলের ক্যাম্প অফিসে সকাল থেকে কর্মী-সমর্থকদের ভিড়। গেরুয়া শিবিরের ক্যাম্প অফিসে দেখা গেল দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই তত্ত্বাবধান করছেন। ইটিভি ভারতকে তিনি একান্ত সাক্ষাৎকারে বলেন, "সকাল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদেরকে আমরা দেখতে পাচ্ছি না। যেভাবে বিভিন্ন সংবাদমাধ্যমের এক্সিট পোলে বিজেপির জয়জয়কার দেখা গিয়েছে, তাতে রাজ্যে ভয় পেয়ে গিয়েছেন তৃণমূল-কংগ্রেস কর্মীরা।
তিনি আরও বলেন, "সকাল থেকেই তাঁদের (তৃণমূল কর্মী-সমর্থক) দেখা পাচ্ছি না। গৃহমন্ত্রী যেমন লক্ষ্য দিয়েছেন তা যেমন পূরণ হবে, তেমনই 400 পার করার গোটা দেশে যে লক্ষ্যমাত্রা, তা পূরণ হওয়া শুধু সময়ের অপেক্ষা।" তবে রাজনৈতিক উত্তেজনায় এড়াতে বর্ধমানের ভোট গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা বেষ্টনী। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ মুড়ে ফেলেছে গোটা এলাকা। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজ সকালে জানান,ইতিমধ্যেই গণনাকেন্দ্রের বাইরে লাইন পড়তে শুরু করেছে। ফল প্রকাশের আগে জনগণকে ধন্যবাদও জানিয়েছেন বিজেপি প্রার্থী ৷ উল্লেখ্য়, এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বকাপজয়ী দলের সদস্য কীর্তি আজাদ ৷