পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে কড়া নিরাপত্তা, অনলাইন প্রতারণায় নজর - Tarapith Temple

Kaushiki Amavasya 2024: সেপ্টেম্বরের প্রথম দিনেই কৌশিকী অমাবস্যা ৷ অমস্যার পুজোর জন্য শেষ প্রস্তুতি চলছে জোর কদমে ৷ এই সময় বীরভূমের তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় ৷ তাই ভিড় সামাল দিতে ও নিরাপত্তার জন্য একাধিক পদক্ষেপ নিল বীরভূম পুলিশ ।

TARAPITH TEMPLE
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে কড়া নিরাপত্তা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2024, 6:51 AM IST

তারাপীঠ, 1 সেপ্টেম্বর: কৌশিকী অমাবস্যায় অনলাইনে পুজো দেওয়ার প্রতারণা চক্র রুখতে উদ্যোগ নিল তারাপীঠ মন্দির কমিটি ৷ অন্যদিকে, সিদ্ধপীঠে পুজো দেওয়ার ভিড় সামাল দিতে ও নিরাপত্তার জন্য একাধিক পদক্ষেপ নিল বীরভূম পুলিশ । সাংবাদিক বৈঠক করে নিরাপত্তার জন্য কী কী থাকছে জানান বীরভূম পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় । পাশাপাশি, কৌশিকী অমাবস্যায় পূর্ণার্থীদের সুবিধার্থে 2 থেকে 4 সেপ্টেম্বর বিশেষ ট্রেন চালানোর ঘোষণা পূর্ব রেলের ৷ সব মিলিয়ে অমস্যার পুজোর জন্য শেষ প্রস্তুতি চলছে জোর কদমে ৷

বীরভূমের তারাপীঠ সিদ্ধপীঠ ভক্তদের কাছে খুবই জনপ্রিয় ৷ হাজার হাজার ভক্তের সমাগম প্রতিনিয়ত লেগেই আছে ৷ কিন্তু, কৌশিকী অমাবস্যায় এই তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় ৷ কথিত আছে এই কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠে সাধনা করে সিদ্ধিলাভ করেছেন বামাখ্যাপা ৷ তাই এই রাত্রিকে তারা রাত্রিও বলা হয় ৷

তবে, এই কৌশিকী অমাবস্যায় অনলাইনে পুজো দেওয়ার নামে ব্যাপক প্রতারণাও চলে ৷ এই বিষয়টি বিশেষ করে শুরু হয়েছিল কোভিড পরিস্থিতি থেকে। যে সময় মানুষ বাড়ি থেকে বেরতে পারছিলেন না ৷ তবে, এবার তারাপীঠে অনলাইনে পুজোর কোনও ব্যবস্থা নেই ৷ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে মন্দির কমিটি ৷ তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, "অনলাইনে পুজো দেওয়ার ব্যবস্থা মন্দির কমিটির পক্ষ থেকে নেই ৷ কেউ প্রতারিত হলে দায় আমাদের নয় ৷ তাই আমরা ভক্তদের বলতে চাই, কোনও প্রতারণা চক্রের ফাঁদে পা দেবেন না ৷ আমরা বিষয়টি পুলিশকেও জানিয়েছি ৷ আমরা চাই ভক্তরা যাতে কোনও ভাবে প্রতারিত না হয় ।"

অন্যদিকে, তারাপীঠে কৌশিকী অমাবস্যার জন্য নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মন্দির ও সংলগ্ন এলাকা । এদিন সাংবাদিক বৈঠক করে বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, কৌকিশী অমাবস্যার নিরাপত্তায় থাকছে 300 অফিসার সহ 1 হাজার পুলিশ কর্মী, 1700 সিভিক ভলেন্টিয়ার, 200টি সিসি ক্যামেরা, 37টি ড্রপ গেট, 10টি ওয়াচ টাওয়ার, 13টি এন্টি পেট্রলিং টিম, কুইক রেসপন্স টিম । ড্রোন ক্যামেরার মাধ্যমেও নজরদারি চলবে । বিশেষ করে শ্মশান ঘাট ও দ্বারকা নদের ঘাটগুলির উপর নজর দেওয়া হবে ৷ 1 সেপ্টেম্বর বিকেল 4টের পর থেকে আর চারচাকা গাড়ি তারাপীঠের মন্দির সংলগ্ন এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না ৷

ABOUT THE AUTHOR

...view details