পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মর্মান্তিক ! বেঙ্গল সাফারিতে মায়ের কামড়েই মৃত্যু 3 রয়্যাল বেঙ্গল শাবকের - ROYAL BENGAL TIGER CUB DEATH

বেঙ্গল সাফারি পার্কে অসাবধানতায় মায়ের কামড়ে মৃত্যু হল তিন রয়্যাল শাবকের। এর আগে 2023 সালেও মায়ের ভুলে রয়্যাল বেঙ্গল শাবকের মৃত্যুর ঘটনা ঘটেছিল।

Royal Bengal tiger
বেঙ্গল সাফারি পার্কে মায়ের কামড়ে 3 রয়্যাল বেঙ্গল শাবকের মৃত্যু (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2024, 1:03 PM IST

শিলিগুড়ি, 7 ডিসেম্বর: বেঙ্গল সাফারি পার্কে ফের শোকের ছায়া। অসাবধানতায় মায়ের কামড়ে মৃত্যু হল তিন রয়্যাল শাবকের। আর ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পরে গিয়েছে বন দফতরে। যদিও ঘটনাটি নিয়ে প্রকাশ্যে সেভাবে মুখ খুলতে চাননি পার্ক কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় পার্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

সম্প্রতি, বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে কুনকি হাতি লক্ষ্মীর। তারপরে তিন তিনটে রয়্যাল শাবকের মৃত্যু পার্ক কর্তৃপক্ষর কাছে যথেষ্ট উদ্বেগের। পরিষেবা উন্নত করতে ইতিমধ্যে 'জু-কিপার'দের 'ক্যাপাসিটি বিল্ডিং'য়ের কাজ শুরু করেছে পার্ক কর্তৃপক্ষ। যদিও বেঙ্গল সাফারি পার্কে মায়ের ভুলে শাবকের মৃত্যুর ঘটনা এটা প্রথম নয় ৷ এর আগে 2023 সালের অগস্ট মাসে সাদা বাঘ কিকার কারণে মৃত্যু হয়েছিল দুই শাবকের। সেই সময় ওই দুই শাবকের মৃত্যুর তদন্তের পর ক্লিনচিট দেয় রাজ্য বন দফতর আর জু-অথরিটি ৷

সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে রিকা নামে রয়্যাল বেঙ্গল টাইগার তিনটি শাবকের জন্ম দেয়। শাবকের জন্মের খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত হন পার্ক কর্তৃপক্ষ। কিন্তু, নাইট শেল্টারেই দু'দিনের মাথায় নিজের শাবককে অন্যত্র সরাতে গিয়ে ঘাড়ে কামড় লেগে যায় । এতে তিনটে শাবকেরই ঘাড়ের কাছে শ্বাসনালী ফুটো হয়ে যায় ৷ এই তিনটির মধ্যে দুটো শাবক আগে মারা গেলেও একটি শাবককে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেন পার্ক কর্তৃপক্ষ। কিন্তু, শেষ রক্ষা হয়নি৷

এই বিষয়ে রাজ্য জু-অথরিটির সচিব সৌরভ চৌধুরী বলেন, "রিকা দ্বিতীয়বার তিন শাবকের জন্ম দেয়৷ রিকার নিজেরও একটু শারীরিক সমস্যা রয়েছে। তাছাড়া, ও শিলার মতো অভিজ্ঞ নয়। অসাবধানতায় শাবকদের সরাতে গিয়ে ঘাড়ে কামড়ায় । এর ফলে শ্বাসনালী ফুটো হয় ও ঘাড়েও গভীর ক্ষত তৈরি হয় । তাতেই তিনটে শাবকের মৃত্যু হয়েছে ।"

সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার বলেন, "রিকার ভুলেই ওই তিন শাবকের মৃত্যু হয়েছে । তবে সব খতিয়ে দেখা হচ্ছে ।" বাঘ প্রজননে গোটা দেশে নজির তৈরি করেছে বেঙ্গল সাফারি পার্ক । চলতি বছরের এপ্রিল মাসেই বেঙ্গল সাফারিতে পাঁচ শাবকের জন্ম দিয়েছে শিলা ও বিভান নামে রয়্যাল বেঙ্গল দম্পতি । কিন্তু, তারপরে রিকার এই তিন শাবকের মৃত্যুর পর পার্কের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

প্রসঙ্গত, এই বেঙ্গল সাফারি পার্ক থেকেই প্রানী বিনিময় কর্মসূচির অধীনে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার হায়দেরাবাদ, দুটি কলকাতার আলিপুর চিড়িয়াখানায়, দুটি ত্রিপুরার সিপাহিজালা চিড়িয়াখানায় ও দুটি হরিণালয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। বর্তমানে বেঙ্গল সাফারিতে নয়টি বাঘ রয়েছে ৷

আরও পড়ুন
সঙ্গী উর্মিলাকে একা করে চলে গেল বেঙ্গল সাফারি পার্কের লক্ষ্মী
2 মাস ধরে বেঙ্গল সাফারিতে বন্ধ বাঘ দর্শন, হতাশ পর্যটকরা; কবে খুলছে ?

ABOUT THE AUTHOR

...view details