শিলিগুড়ি, 7 ডিসেম্বর: বেঙ্গল সাফারি পার্কে ফের শোকের ছায়া। অসাবধানতায় মায়ের কামড়ে মৃত্যু হল তিন রয়্যাল শাবকের। আর ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পরে গিয়েছে বন দফতরে। যদিও ঘটনাটি নিয়ে প্রকাশ্যে সেভাবে মুখ খুলতে চাননি পার্ক কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় পার্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
সম্প্রতি, বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে কুনকি হাতি লক্ষ্মীর। তারপরে তিন তিনটে রয়্যাল শাবকের মৃত্যু পার্ক কর্তৃপক্ষর কাছে যথেষ্ট উদ্বেগের। পরিষেবা উন্নত করতে ইতিমধ্যে 'জু-কিপার'দের 'ক্যাপাসিটি বিল্ডিং'য়ের কাজ শুরু করেছে পার্ক কর্তৃপক্ষ। যদিও বেঙ্গল সাফারি পার্কে মায়ের ভুলে শাবকের মৃত্যুর ঘটনা এটা প্রথম নয় ৷ এর আগে 2023 সালের অগস্ট মাসে সাদা বাঘ কিকার কারণে মৃত্যু হয়েছিল দুই শাবকের। সেই সময় ওই দুই শাবকের মৃত্যুর তদন্তের পর ক্লিনচিট দেয় রাজ্য বন দফতর আর জু-অথরিটি ৷
সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে রিকা নামে রয়্যাল বেঙ্গল টাইগার তিনটি শাবকের জন্ম দেয়। শাবকের জন্মের খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত হন পার্ক কর্তৃপক্ষ। কিন্তু, নাইট শেল্টারেই দু'দিনের মাথায় নিজের শাবককে অন্যত্র সরাতে গিয়ে ঘাড়ে কামড় লেগে যায় । এতে তিনটে শাবকেরই ঘাড়ের কাছে শ্বাসনালী ফুটো হয়ে যায় ৷ এই তিনটির মধ্যে দুটো শাবক আগে মারা গেলেও একটি শাবককে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেন পার্ক কর্তৃপক্ষ। কিন্তু, শেষ রক্ষা হয়নি৷