পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মহিলা সুরক্ষায় অ্যাপ-ডিভাইস তৈরি করলেন বাংলার তিন ইঞ্জিনিয়র, দেখুন কী কী রয়েছে - Security App and Device For Women - SECURITY APP AND DEVICE FOR WOMEN

Bengal's Engineers Invent Device with App: মহিলা সুরক্ষার কথা ভেবে এবার ডিভাইস ও অ্যাপ তৈরি করলেন বাংলার 3 ইঞ্জিনিয়র ৷ এই অ্যাপের মাধ্যমে বিপদে পড়লে সাত্র একটা ক্লিকেই পুলিশ ও পরিবারকে সতর্ক করতে পারবেন যে কোনও মহিলা ৷

Women Safety App and Device
নারী সুরক্ষা ডিভাইস (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2024, 7:19 PM IST

চন্দননগর, 8 সেপ্টেম্বর:আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের ক্রমশ জোরালো হচ্ছে। কিন্তু এত আন্দোলন, এত প্রতিবাদ, এতবার রাত দখলের কর্মসূচির পরও আদৌ কি সুরক্ষিত নারীরা ! এই প্রশ্নের উত্তর এখনও জানা নেই ৷ বরং আজও মেয়েরা বেশি রাতে বাড়ির বাইরে থাকলে তাঁর সুরক্ষার কথা ভেবে চিন্তায় ঘুম উড়ে যায় পরিবারের সদস্যদের ৷ সেই চিন্তা খানিক লাঘব করতে নারী সুরক্ষার জন্য উন্নত একটি সিকিউরিটি অ্যাপ ও ডিভাইস তৈরি করলেন বাংলার তিন ইঞ্জিনিয়র ৷

অ্যাপ ডিভাইস তৈরি করলেন বাংলার তিন ইঞ্জিনিয়র (ইটিভি ভারত)

এই অ্যাপের মাধ্যমে সকল মহিলা সুরক্ষিত থাকতে পারবেন । এমনকী, যে কোনও দুর্ঘটনার ছবি ও অডিও-সহ তথ্য প্রমাণ জোগাড় করতে পারবেন অ্যাপের মাধ্যমে । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ও নীতি আয়োগে এই অ্য়াপ ব্যবহারের জন্য আবেদন জানান হয়েছে নির্মাতা সংস্থার তরফে ৷ সরকারের তরফে সারা পাওয়া গেলে মহিলা সুরক্ষা অন্য মাত্রা পাবে বলে দাবি সংস্থার ।

আরজি কর কাণ্ডের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন । 9 অগস্টের নৃশংস সেই ঘটনায় নির্যাতিতাকে সুবিচার দেওয়ার লক্ষ্যে প্রতিবাদে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ ৷ রাজ্য সরকারের তরফে বিধানসভায় পাস করা হয়েছে 'অপরাজিতা' বিল ৷ কিন্তু এত কিছুর পরও মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে সারা দেশে ৷ সেই সব কথা মাথায় রেখে তিন ইঞ্জিনিয়র ইন্দ্রনীল দাস, শঙ্খদীপ ঘোষ ও অয়ন বাগ তৈরি করেছেন এই ডিভাইস ও অ্যাপ ৷ রাস্তায় বা কর্মক্ষেত্রে মহিলারা বিপদের আঁচ পেলেই এই ডিভাইসের সুযোগ নিতে পারবেন ।

এই ডিভাইসে রয়েছে একটি চাবির রিং, যাতে রয়েছে একটি সুইচ । এই সুইচ অন করলেই বিপদের লাইট জ্বলে উঠবে ৷ সেই সঙ্গে, বাজবে একটি ঘণ্টাও ৷ ফলে খুব সহজেই খবর চলে যাবে পরিবার ও পুলিশের কাছে ৷ সেই সঙ্গে, মোবাইলের সামনের ও পিছনের ক্যামেরায় ছবি উঠে, তা চলে যাবে সার্ভারে । ঘটনার 19 সেকেন্ডের একটি অডিয়ো রেকর্ড হবে ওই ডিভাইসে । অডিয়ো ও ছবি সুরক্ষিতভাবে সেভ হয়ে যাবে ডিভাইসের সার্ভারে । আগে থেকে সংগ্রহ করে রাখা পাঁচটি মোবাইল নম্বরে এই তথ্য চলে যাবে সরাসরি । লাইভ লোকেশনও পাওয়া যাবে এই অ্য়াপের মাধ্যমেই ৷

এই অ্য়াপের আরও একটি সুবিধা রয়েছে ৷ মোবাইল ঝাঁকুনি দিলে বা কেউ ছিনতাই করতে গেলে একই ভাবে তথ্য প্রমাণ সংগ্রহ হয়ে যাবে এই ডিভাইসে । সমাজের সকল শ্রেণির মহিলার সুরক্ষার কথা মাথায় রেখে অভিনব এই অ্যাপ ও ডিভাইসের দাম ন্যূনতম রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাংলার এই 3 ইঞ্জিনিয়র ৷ মাত্র 3 হাজার টাকা দিয়ে এই ডিভাইস ও অ্যাপ কেনা যাবে ৷

ইঞ্জিনিয়র ইন্দ্রনীল দাস বলেন, "নারী সুরক্ষার জন্য এই অ্যাপ আমাদের ৷ এখানে দুটি ডিভাইস রয়েছে । একটি চাবির রিং এবং স্মার্ট সিকিউরিটি বাল্ব ৷ মোবাইল অ্যাপের মাধ্যমে এই দুই ডিভাইস ব্যবহার করা যাবে । কেবল অ্যাপে লগ-ইন করতে হবে ৷ বিপদ এলে এই অ্যাপে নিজে থেকেই সমস্ত তথ্য রেকর্ড হয়ে যাবে ৷ ফলে তথ্য প্রমাণের অভাবে আর কোনও নির্যাতিতাকে বিচারের জন্য অপেক্ষা করতে হবে না ৷"

সংস্থার এক মহিলা কর্মী সহেলী যশ বলেন, "আমরা এখন কেউই সুরক্ষিত নই ৷ বর্তমান দিনে কাউকে অন্ধের মতো বিশ্বাস করা যাবে না । বিপদে পড়লে এই ডিভাইস ও অ্যাপ আমাদের খুব সাহায্য করবে, তা বলার অপেক্ষা রাখে না । এখানে নিজের কাছেই সমস্ত তথ্য প্রমাণ থেকে যাবে । ওয়েবসাইট থেকে কেউ তথ্য লোপাট করতে পারবে না । আইনি ক্ষেত্রে এই প্রমাণ দিয়েই সুবিচার পাবেন নির্যাতিতা ।"

ABOUT THE AUTHOR

...view details