পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যারাকপুর গুলিকাণ্ডে ধৃত 3, জেরায় অপরাধ স্বীকার - SHOOT OUT AT BARRACKPORE

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিস থেকে কয়েক মিটারের মধ্যে গুলি চলার ঘটনা ৷ 24 ঘণ্টার মধ্যে গ্রেফতার তিন ৷

Barrackpore Shoot Out
পুলিশি হেফাজতে ধৃত তিন যুবক (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2025, 5:51 PM IST

ব্যারাকপুর, 23 জানুয়ারি: ব্যারাকপুর চিড়িয়া মোড় গুলিকাণ্ডে 24 ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার 3 দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ । ধৃতদের নাম, শেখ কাউসার ওরফে আরিয়ান, কুলদীপ দাস ওরফে ছুয়া ও দীপক বাল্মীকি ৷

বুধবার দুপুর নাগাদ ব্যারাকপুর পাইপ রোডে মহম্মদ ইমদাদ নামে এক যুবককে গুলি করে চম্পট দিয়েছিল তিন দুষ্কৃতী । অভিযোগ, পরিত্যক্ত ইলেকট্রিক সাপ্লাই অফিস কম্পাউন্ডে ইমদাদকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তরা পাড়ারই তিনজন যুবক ৷ আক্রান্তের বয়ান অনুযায়ী জানা গিয়েছ, পুলিশ ওইদিন গভীর রাতে সোদপুর অটো স্ট্যান্ড থেকে তিনজনকে পাকড়াও করেছে ।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রালের বক্তব্য (ইটিভি ভারত)

বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝাঁ সাংবাদিক বৈঠকে জানান, বুধবার দুপুরে গুলির ঘটনায় জড়িত পাইপরোডের বাসিন্দা শেখ কাউসার ওরফে আরিয়ান, কুলদীপ দাস ওরফে চুয়া, দীপক বাল্মীকিকে গ্রেফতার করা হয়েছে । ঘটনায় আর কেউ জড়িত কিনা তা জানতে, ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে । যদিও ধৃতদের দাবি, আগে এদের সঙ্গে আক্রান্তের বন্ধুত্ব ছিল । তিন-চারদিন আগে কোনও বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল । তার জেরেই এই ঘটনা ।

উল্লেখ্য, বুধবার উত্তর 24 পরগনার ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে শুট আউটের ঘটনা ঘটে । তিন দুষ্কৃতী বাইকে করে এসে এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় । মহম্মদ ইমদাদ নামে এক যুবকের বুকে গুলি লাগে । প্রথমে তাঁকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে পরিস্থিতির বেগতিক হওয়ায়, আশঙ্কাজনক অবস্থায় কলকাতার বাইপাস সংলগ্ন বেসরকারি একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানেই তিনি স্থিতিশীল অবস্থায় আছেন ।

ABOUT THE AUTHOR

...view details