মহেশতলা, 25 নভেম্বর: রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি মহেশতলার বাটানগরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় ৷ জানা গিয়েছে, ব্যাংকের পিছনের গেটের তালা ভেঙে আততায়ীরা ভিতরে ঢুকেছিল ৷ সূত্রের খবর, ব্যাংকের ভল্টের তালা ভাঙা ছিল ৷ তবে, শনি ও রবি দু’দিন ব্যাংক বন্ধ থাকায়, ঘটনাটি কবে ঘটেছে, তা এখনই বোঝা যাচ্ছে না ৷ আজ সকালে ব্যাংকের তালা খোলার পরে কর্মীদের নজরে বিষয়টি আসে ৷ আপাতত ব্যাংকের পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ৷ ব্যাংকে লকার থাকা গ্রাহকদের আশ্বস্ত করে একটি নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ ৷
পুলিশ সূত্রে খবর, স্টেট ব্যাংকের ভল্ট ও লকার রুমের তালা ভাঙা ছিল ৷ ব্যাংকে ঢোকার পিছনের গেটও ভাঙা হয়েছে ৷ যা দেখে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পিছনের গেটের তালা ভেঙেই চোরের দল ভিতরে ঢুকেছিল ৷ এসবিআই শাখার ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরার তার কাটা ছিল বলে জানা গিয়েছে ৷ এমনকি সিসিটিভির তথ্য রেকর্ড হওয়া ডিভিআর গায়েব রয়েছে ৷ এই মুহূর্তে ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি ৷
স্টেট ব্যাংকের বাটানগর শাখায় দুঃসাহসিক চুরি ৷ (ইটিভি ভারত) চুরির ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের জন্য দু’টি নোটিশ দিয়েছে গেটের বাইরে ৷ যেখানে বলা হয়েছে, আপাতত পরিষেবা বন্ধ থাকবে ৷ আর দ্বিতীয় নোটিশটি ব্যাংকে লকার থাকা গ্রাহকদের জন্য ৷ তাঁদের আশ্বস্ত করা হয়েছে যে, সব লকার সুরক্ষিত রয়েছে ৷
তদন্ত প্রক্রিয়া শেষ করে কবে পরিষেবা শুরু হবে, তা নিশ্চিতভাবে বলতে পারছেন না তদন্তকারী বা ব্যাংক কর্তৃপক্ষ ৷ এদিকে, বাটানগরের এসবিআইয়ের এই শাখা বড় রাস্তার উপরে অবস্থিত ৷ তিনতলা ওই বিল্ডিংয়ের প্রথমতলায় এসবিআইয়ের এই শাখা ৷ ওই বিল্ডিংয়ের নীচের তলায় আরও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে ৷ পাশাপাশি এসবিআই-এর ই-কর্নার-সহ একাধিক ব্যাংকের এটিএমও রয়েছে বিল্ডিংটির নীচের তলায় ৷
ব্যাংকে লকার থাকা গ্রাহকদের উদ্দেশে কর্তৃপক্ষের নোটিশ ৷ (নিজস্ব চিত্র) এসবিআই-এর ই-কর্নারে 24 ঘণ্টা নিরাপত্তারক্ষীও থাকেন ৷ তবে, ব্যাংকের জন্য আলাদা করে নিরাপত্তারক্ষী ছিল কি না, তা জানা যায়নি ৷ এমন একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাংক হয়েও, কীভাবে সকলের নজর এড়িয়ে এই চুরি হল, সেই প্রশ্ন উঠছে ৷ অন্যদিকে, চুরির ঘটনা সামনে আসার পরেই গ্রাহকরা ব্যাংকের সামনে ভিড় করতে থাকেন ৷ তবে, পুলিশ বিল্ডিংয়ের গেট বন্ধ করে রেখেছে ৷
যে সব গ্রাহকদের ব্যাংকে লকার রয়েছে, তাঁরাই মূলত ভিড় করেন ৷ অনেককেই আতঙ্কে কাঁদতে দেখা গিয়েছে ৷ তাঁদের সঞ্চিত সম্পদ সুরক্ষিত রয়েছে কি না, তাও জানতে চান পুলিশের কাছে ৷ তবে, পুলিশ এখনই কোনও মন্তব্য করতে রাজি নয় ৷ ঘটনাস্থলে সিআইডি-র আধিকারিকরাও গিয়েছেন বলে জানা গিয়েছে ৷