পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি কর-কাণ্ডে সরকারের ভূমিকার প্রতিবাদে সরকারি অনুদান ফিরিয়ে দিল মালদার নাট্য সংস্থা - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Doctor Rape and Murder: আরজি করের ঘটনায় প্রতিবাদে রাজ্য সরকারের অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালদা সমবেত প্রয়াস ৷ নাটক যেহেতু সমাজ চেতনার কথা বলে, তাই সমাজকে কোনও বার্তা দেওয়ার প্ল্যাটফর্ম হল মঞ্চ ৷ সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন সংস্থার অন্যতম সদস্য শরদিন্দু চক্রবর্তী ৷

RG Kar Doctor Rape and Murder
মালদা সমবেত প্রয়াসের সদস্যরা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 6:44 PM IST

মালদা, 28 অগস্ট: আরজি করের ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে সাংস্কৃতিক মহলে ৷ ইতিমধ্যে কলকাতায় পথে নেমে বিচারের দাবিতে সরব হয়েছেন সাংস্কৃতিক জগতের মানুষজন ৷ এবার সেই ঝড় আছড়ে পড়েছে মালদার মতো মফফ্‌সল শহরেও ৷ অভয়ার মৃত্যুর প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া অনুদান ফিরিয়ে দিল জেলার অন্যতম নামি নাট্যদল, মালদা সমবেত প্রয়াস ৷

নাটক সমাজ চেতনার কথা বলে ৷ এ হল সমাজকে কোনও বার্তা দেওয়ার প্ল্যাটফর্ম ৷ সেই জায়গা থেকেই রাজ্য সরকারের অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালদা সমবেত প্রয়াস ৷ বলছিলেন সংস্থার অন্যতম সদস্য শরদিন্দু চক্রবর্তী ৷ তাঁর কথায়, “আমরা দীর্ঘ 28 বছর ধরে মালদায় নাটক নিয়ে কাজ করছি ৷ মানুষের কথা বলি ৷ আরজি করে যে ঘটনা ঘটেছে, তার পিছনে সরকার ও প্রশাসনের চরম ব্যর্থতা আর অপদার্থতাই উঠে এসেছে ৷ এর প্রতিবাদে ও এই ঘটনায় মানুষ যেভাবে পথে নেমে সোচ্চার হয়েছে, তাকে সমর্থন জানাতে আগামী 31 অগস্ট এবং 1 সেপ্টেম্বর আমরা আমাদের নাট্যমেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি ৷ আমাদের মনে হয়েছে, এখন রাস্তায় নেমে কথা বলার পালা ৷”

মালদা সমবেত প্রয়াসের বিবৃতি (নিজস্ব চিত্র)

শরদিন্দু আরও বলেন, “আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে, তা কোনও বিচ্ছিন্ন ছবি নয় ৷ নারীদের প্রতি অসম্মান, নির্যাতন, ধর্ষণ দীর্ঘ সময় ধরে হয়ে আসছে ৷ বাংলার বাইরেও আমরা উন্নাও, হাথরসের ঘটনা কিংবা আসিফার কথা আমরা জানি ৷ তারই একটা সংযোজন আরজি কর ৷ এই ঘটনায় দোষীদের আড়াল করতে বর্তমান রাজ্য সরকারের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় ও ধিক্কারযোগ্য৷ আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি ৷’’

মালদা সমবেত প্রয়াসের বিবৃতি (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, ‘‘নাট্যমেলা করার জন্য পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির কাছে আমরা নিজেদের 28 বছরের নাট্য আন্দোলনের ইতিহাস তুলে ধরে আবেদন জানিয়েছিলাম ৷ প্রথমবার 50 হাজার টাকা অনুদানও পেয়েছিলাম ৷ কিন্তু আরজি করের ঘটনায় সরকারের অবস্থানকে নিন্দা জানিয়ে আমরা সেই টাকা প্রতিবাদের স্মারক হিসাবে নাট্য আকাদেমিতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি ৷”

মালদা সমবেত প্রয়াসের সদস্যরা (নিজস্ব চিত্র)

শরদিন্দুর বক্তব্য, “আমাদের অস্ত্র কলম আর নাটক ৷ সেই অস্ত্র নিয়েই আমরা আগামী 1 সেপ্টেম্বর স্থানীয় এলআইসি মোড়ে নিজেদের প্রতিবাদ জানাব ৷ আরও কয়েকটি নাট্যদল আমাদের সহযোগিতা করবে ৷ এই ঘটনায় পুলিশ যে অবস্থান নিয়েছে, তা রাজ্য সরকারের সিদ্ধান্তেরই প্রতিফলন ৷ একটা বড় চক্র এই ঘটনার পিছনে আছে ৷ তাই সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে ৷ আমরা জানি, এই সিদ্ধান্তের জন্য আমাদের রোষের মুখে পড়তে হতে পারে ৷ কটাক্ষের শিকার হতে পারি ৷ ইতিমধ্যে সেসব শুরু হয়ে গিয়েছে ৷ বুক ঠুকে বলতে পারি, আমরা কোনও সুপারিশের ধার ধারি না ৷ কিন্তু আমরা সত্যের পক্ষ থেকে সরে যাব না ৷”

ABOUT THE AUTHOR

...view details