কলকাতা, 30 জুলাই:সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে শেষ হয়েছে প্রথম ধাপে কলেজে ভর্তির প্রক্রিয়া। কলেজে ভর্তির ক্ষেত্রে আবেদনের সংখ্যা ছিল 5 লক্ষ 27 হাজার 663জন । ভর্তি হয়েছেন 4 লক্ষ 3 হাজার 34 জন। তবে উচ্চশিক্ষা দফতরের অনুমান, এই সংখ্যা আরও বাড়বে ৷ আনুমানিক, বেড়ে 4 লক্ষ 5 হাজার হতে পারে । দেখা গিয়েছে, অনলাইনে ভর্তির ক্ষেত্রে ছেলেদের পিছনে ফেলে এগিয়ে গিয়েছে মেয়েরা । মেয়েদের ভর্তির হার 59 শতাংশ এবং ছেলেদের ভর্তির হার 41 শতাংশ। এছাড়াও 28 জন রূপান্তরকামী পড়ুয়া ভর্তি হয়েছেন সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে ৷
তবে শুধু ভর্তি নয়, এই বছর চাহিদা বেশি 4 বছরের কোর্সের ৷ গত বছর থেকে শুরু হয়েছে স্নাতক স্তরের এই কোর্স ৷ তবে 3 বছরের স্নাতক কোর্সও আছে ৷ 3 বছরের কোর্সকে বলা হয় জেনারেল পাস কোর্স । কিন্তু গত বছর থেকে চার বছরের এই ব্যবস্থা শুরু হলেও, অধিকাংশ পড়ুয়া 3 বছরের স্নাতক কোর্সের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন ৷ তবে এই বছর ছবি সম্পূর্ণ উলটো ৷ উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, এইবার আবেদনের মধ্যে 4 বছরের কোর্সের জন্য ভর্তি হয়েছে প্রায় 2 লাখ 62 হাজার পড়ুয়া । অপরদিকে, 3 বছরের কোর্সে ভর্তির সংখ্যা প্রায় 1 লক্ষ 41 হাজার।