কলকাতা, 12 এপ্রিল: দাঁড়িভিট মামলায় মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও এডিজি সিআইডি হাজিরা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট ৷ রাজ্য প্রশাসনের এই তিন শীর্ষকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা উচিত বলে মন্তব্য করেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা । শুক্রবার বিচারপতি বলেন, ‘‘আদালত ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করে দিতো । তবে এই ক্ষেত্রে আদালত আরও একটা সুযোগ দিতে চায় । সোমবার সকাল সাড়ে দশটায় রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও এডিজি সিআইডকে হাজিরা দিতে হবে ।’’
দাঁড়িভিটে দু’জনের মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্ত কার্যকর না করা ও ক্ষতিপূরণের নির্দেশ কার্যকর না করার জন্য আগেই রাজ্যের তিনশীর্ষ কর্তার বিরুদ্ধে রুল জারি করেছিল কলকাতা হাইকোর্ট । তাদের হাইকোর্টে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা । সেই নির্দেশের পরও ওই তিন শীর্ষকর্তা হাজিরা না দেওয়ায় এ দিন ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি মান্থা ৷ তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা উচিত, এমন বলারও পর আরেকটা সুযোগ দেন ৷ আর আগামী সোমবার হাজিরার নির্দেশ দেন ৷ তবে এই নির্দেশের কিছুক্ষণ পর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এসে ওই তিন শীর্ষকর্তার হাজিরার নির্দেশ প্রত্যাহারের আবেদন করেন ।
তখন বিচারপতি বলেন, ‘‘আগের দিন আপনার মক্কেলদের ভার্চুয়াল মাধ্যমেও হাজির থাকতে কে বাধা দিয়েছিল ? এটা শুধু বিচারব্যবস্থা নয়, রাজ্যের সম্মানও নষ্ট করল । এটা কোনও ব্যক্তিগত ইস্যু নয় । এটা প্রতিষ্ঠানের জন্য খারাপ বার্তা । তাঁরা কোনও নিচুতলার কর্মী নন । রাজ্যের শীর্ষ আমলা তাঁরা । অতি গুরুতর না বুঝলে সাধারণভাবে আমি কোনও থানার ওসি-কে পর্যন্ত সশরীরে হাজির হতে বলি না । সেখানে বাধ্য হয়ে তাঁদের হাজির হতে বলা হয়েছিল । তাঁরা হলফনামা দিয়ে বক্তব্য জানাবেন । সোমবার সশরীরে নয়, তাঁরা সাড়ে 10টায় ভার্চুয়াল মাধ্যমে হাজির থাকবেন ।’’