পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হ্যাটট্রিকের উপহার ! রাজীব-তনয়ের জন্য 10 কেজির ছানাবড়া মিষ্টি ব্যবসায়ীর - ভারত জোড়ো ন্যায় যাত্রা

Rahul Gandhi: রাহুল গান্ধির জন্য 10 কেজির ছানাবড়া ৷ গান্ধি 'যুবরাজ' তাঁর দোকানে এসে খেতে পারবেন কি না জানেন না ৷ তবুও তৈরি করেছেন ৷ যাতে রাজীব-তনয়ের হাতে তুলে দিতে পারেন ৷

Rahul Gandhi
ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 1:09 PM IST

রাহুল গান্ধির জন্য 10 কেজির ছানাবড়া

বহরমপুর, 31 জানুযারি: আগামিকাল ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচিতে বহরমপুর আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। কিন্তু মুর্শিদাবাদের বিখ্যাত ছানাবড়া খাওয়া হবে কি না তা এখনও ঠিক হয়নি । আজ মুর্শিদাবাদে প্রাশাসনিক সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তার জেরেই অনুমতি মেলেনি রাহুলের সভার ৷ কাঁটছাট করতে হয়েছে কর্মসূচিরও ৷ তাই হয়ত টেক্সটাইল কলেজ মোড়ে মিষ্টির দোকানে বসে রাহুলের ছানাবড়া খাওয়া হচ্ছে না। তাতেই আক্ষেপের সুর ব্যবসায়ী অরুণের গলায় ৷

স্মৃতি উসকে মিষ্টি ব্যবসায়ী অরুণ দাস বলেন, "প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে রাহুল গান্ধি দোকানে এসেছিলেন। অধীরদাও ছিলেন। প্রথমবার ঘাবড়ে গিয়েছিলাম। দাদার কথামতো ছোট সাইজের ঘিয়ে ভাজা ছানাবড়া খাইয়েছিলাম সেবার। পরের বার ন'কেজি ওজনের ছানাবড়া তুলে দিয়েছিলাম রাজীব পুত্রের হাতে।” সেই আবেগ ঠিকরে বেরোচ্ছিল অরুণবাবুর গলায়। বলেন, “এবার আসলে হ্যাটট্রিক হত। সেই সুযোগ হয়ত হবে না। তাই দশ কেজি ওজনের ছানাবড়া তৈরি করে রেখেছি। সুযোগ মিললে রাহুল গান্ধির হাতে দেব।" জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন, "মিষ্টির দোকানের মালিক এসেছিলেন। কিন্তু এবার বোধহয় ছানাবড়া খাওয়া হবে না।"

সালটি ছিল 2009 ও 2014 ৷ পরপর দু’বার লোকসভা ভোটের প্রচারে বহরমপুর এসেছিলেন রাহুল গান্ধি। তারমধ্যে একবার বহরমপুরে এফ ইউ সি মাঠে জনসভা ছিল তাঁর। দু’বারই বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ের মিষ্টির দোকানে বসে ছানাবড়া খেয়েছিলেন । সেই সময়ে রাহুল গান্ধির পাশে ছিলেন তৎকালীয় কেন্দ্রীয় মন্ত্রী তথা জঙ্গিপুরের সাংসদ প্রণব মুখোপাধ্যায়। সেই ছবি আজও মিষ্টির দোকানের দেওয়ালে টাঙানো হয়েছে। এমনকী প্রণব মুখোপাধ্যায় ও রাহুল গান্ধি যে প্লেট গ্লাস ব্যবহার করেছিলেন দোকানের কাঁচের আলমারিতে আজও তা শোভা পাচ্ছে ৷

রাজ্যে প্রবেশ করার পর থেকে পদে পদে ঠোক্কর খেতে হচ্ছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে। রবিবার রাজ্য পুলিশের পরীক্ষা থাকায় জলপাইগুড়িতে মধ্যাহ্ণ ভোজের কর্মসূচি বাতিল করেছে জেলা প্রশাসন। প্রদেশ কংগ্রেস সভাপতির নিজের গড়েও বাধার মুখে পড়েছেন রাহুল গান্ধি। আবার মুর্শিদাবাদে রাহুল গান্ধি আসার আগের দিন জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই স্টেডিয়ামে রাহুল গান্ধির রাত্রিযাপনের 'সাধ' বাতিল করেছে জেলা প্রশাসন।

তবে একেবারে নিরাশ হয়নি ৷ শেষমেষ রাহুলের রাত্রিবাসের একটা জায়গা খুঁজে পেয়েছে মুর্শিদাবাদের কংগ্রেস নেতৃত্ব। বহরমপুর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে কান্দি থানার মহালন্দিতে রাত্রিবাস করবেন রাহুল গান্ধি । আগামীকাল রাত্রে তিনি নবগ্রামের একটি স্কুলের মাঠে রাত্রিবাস করবেন। মণিপুর থেকে মহারাষ্ট্র পর্যন্ত ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচি নিয়েছে সর্বভারতীয় কংগ্রেস। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের 7টি জেলাকে বেছে নিয়েছে তাঁরা। সেই তালিকায় আছে মালদা ও মুর্শিদাবাদ। ইতিমধ্যেই আলিপুরদুয়ার, ফালাকাটা, ময়নাগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, ও শিলিগুড়িতে ভারত জোড়ো ন্যায় যাত্রা সম্পন্ন হয়েছে ৷

আরও পড়ুন:

  1. সাইকেল চালিয়ে ন্যায় যাত্রায় প্রিয় নেতাকে অনুসরণ সত্তরোর্ধ্ব 'যুবকের'
  2. রাহুলকে কদর্য ভাষায় আক্রমণ, প্রতিবাদে জুতোর মালা শুভেন্দুর পোস্টারে
  3. অধীরের জন্যই রাহুলের ন্যায় যাত্রায় বাধা সৃষ্টি, তৃণমূল বললেই সরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বহরমপুরের সাংসদের

ABOUT THE AUTHOR

...view details