পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পঙ্কজ দত্তের মৃত্যুর জন্য পরোক্ষভাবে দায়ী মুখ্যমন্ত্রী, তোপ শুভেন্দুর - SUVENDU ADHIKARI

বারাণসীর এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন পঙ্কজ দত্ত ৷ হাসপাতালে ভর্তি থাকার পর গত 30 নভেম্বর মৃত্যু হয় রাজ্যের প্রাক্তন আইজি'র ৷

SUVENDU ADHIKARI
রোটারি সদনে শুভেন্দু অধিকারী (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2024, 11:07 AM IST

কলকাতা, 10 ডিসেম্বর: রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর কথায়, "সরকারের বিরোধী তথা রাজনৈতিক শত্রুদের শারীরিক ও মানসিকভাবে কীভাবে আক্রমণ করা যায়, এই বাংলা তা দেখছে ৷ বদলের জন্য আমরা বাংলার মানুষকে বলেছিলাম, এই ভদ্রমহিলাকে ভোট দেওয়ার জন্য ৷ আর তার জন্য আমরা লজ্জিত ৷"

সাংস্কৃতি সংগঠন 'খোলা হাওয়া'র তরফে সদ্যপ্রয়াত রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের উদ্দেশে একটি স্মরণসভার আয়োজন করা হয় ৷ কলকাতার রোটারি সদনে আয়োজিত সেই অনুষ্ঠানে বক্তা ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ৷ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এদিন আরও একবার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন বিরোধী দলনেতা ৷ তিনি বলেন, "একজনের নির্দেশে রাজ্যে সবকিছু হচ্ছে ৷ সেই সমস্ত ঘটনার বলি একদিকে যেমন আরজি কর কাণ্ডের নির্যাতিতা তরুণী চিকিৎসক ৷ অন্যদিকে তেমন প্রতিবাদী কণ্ঠস্বর তথা রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তার পঙ্কজ দত্তের মৃত্যুর জন্য পরোক্ষভাবে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় ৷"

মুখ্যমন্ত্রীকে তোপ শুভেন্দুর (ইটিভি ভারত)

বারাণসীর এক অনুষ্ঠানে গিয়ে সেরিব্রাল অ্যাটাক হয় পঙ্কজ দত্তের ৷ গুরুতর অসুস্থ অবস্থায় বারাণসীর একটি হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হয় তাঁকে ৷ এক মাসেরও বেশি সময় চিকিৎসা চলার পর গত 30 নভেম্বর মৃত্যু হয় প্রাক্তন আইপিএস-এর ৷ উল্লেখ্য, তাঁর অসুস্থতার পরও রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করেন বিরোধী দলনেতা ৷ এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেন তিনি ৷

এদিন, বাংলাদেশের ঘটনা প্রসঙ্গেও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "বর্তমানে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে ৷ আর রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সপক্ষে কথা বলছেন । ক্ষমতা থাকলে তাঁকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা করুন ৷"

পাশাপাশি বিরোধী দলনেতার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় এক কোটি রোহিঙ্গা সংখ্যালঘুদের এই রাজ্যে আশ্রয় দিয়েছেন । তিনি বলেন, "ভারত ও বাংলাদেশ সীমান্তে বাংলার প্রায় 931 কিলোমিটার জমিতে কাঁটা তার লাগানো যায়নি । এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রতিরক্ষা মন্ত্রকের তরফে রাজ্য সরকারকে একাধিকবার চিঠি লেখা সত্ত্বেও সেই জমি পাওয়া যায়নি । অবিলম্বে কাঁটা তারের জন্য সেই জমি দিন মুখ্যমন্ত্রী ৷"

পড়ুন:'বাংলাদেশের হিন্দুদের পাশে আছে বিজেপি', বিধানসভায় আশ্বাস শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details