পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লক্ষ্মীপুজোর মধ্যে স্বাস্থ্য ব্যবস্থা স্বাভাবিক না হলে..., হুঁশিয়ারি দিলেন শুভেন্দু

মঙ্গলবার রাজ্য সরকারের কার্নিভাল বয়কটের ডাক শুভেন্দুর, জনগণের সঙ্গে মশাল মিছিলে হাঁটার ঘোষণা বিরোধী দলনেতার

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

Suvendu Adhikari
বীরভূমের সিউড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (নিজস্ব চিত্র)

সিউড়ি, 14 অক্টোবর: সরকারি হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করা-সহ একাধিক দাবিতে আন্দোলন করছেন চিকিৎসকরা ৷ অনশন থেকে কর্মবিরতি, বিভিন্নভাবে চলছে আন্দোলন ৷ যার প্রভাব পড়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর ৷ সেই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

সোমবার বীরভূমের সিউড়ি থেকে এই সময়সীমা বেঁধে দেন তিনি ৷ শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের 90 শতাংশ মানুষ সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপর নির্ভরশীল ৷ তাই প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির দাবি, দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হোক ৷

সাংবাদিকদের মুখোমুখি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক না হলে বিজেপি চুপ করে বসে থাকবে না ৷ লক্ষ্মীপুজোর পর থেকে আন্দোলনে নামবেন তাঁরা ৷ বিএমওএইচ, সিএমওএইচ ও স্বাস্থ্য ভবনে এই নিয়ে আন্দোলন করবেন ৷ সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই আন্দোলন হবে বলে তিনি জানান ৷

বীরভূমের সিউড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (নিজস্ব চিত্র)

সোমবার বীরভূম জেলা বিজেপির ডাকে সিউড়িতে বিজয়া সম্মীলনীতে যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা-সহ অন্যান্য নেতৃত্ব ৷ সেখানে দলের সকলকে ও মানুষজনকে শুভেচ্ছা জানান শুভেন্দু ৷ এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ।

সেখান থেকে 'কার্নিভাল বয়কটের' ডাক দেন বিরোধী দলনেতা । শুভেন্দু অধিকারী বলেন, "আগামিকাল কার্নিভাল বয়কট ৷ কারণ, আমাদের হিন্দু শাস্ত্রে দুর্গাপুজোয় কোথাও কার্নিভালের প্রভিশন নেই ৷ এর সঙ্গে হিন্দু, মা দুর্গা, শাস্ত্রর কোনও সম্পর্ক নেই ৷ যিনি শিল্প তাড়িয়েছেন, তিনি কার্নিভালের মধ্য দিয়ে নিজের মহিমাকে প্রচারের ব্যবস্থা করেছেন সরকারি কোটি কোটি টাকায় ৷"

বীরভূমের সিউড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, "আগামিকাল কিছু বিশিষ্ট নাগরিক কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলের ডাক দিয়েছে । সেটা কলকাতা পুলিশ সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত অনুমোদন দিয়েছে ৷ আমি ও আমরা সেই মিছিলে থাকব । দলীয় পতাকা ছাড়া থাকব ৷ মশাল, শঙ্খ, জাতীয় পতাকা নিয়ে থাকব ৷ আমি কলকাতার সর্বস্তরের মানুষকে আবেদন করব আসুন ৷’’

তিনি আরও বলেন, ‘‘বর্জন করুন কার্নিভাল, হাঁটুন মশাল মিছিলে । মায়েরা শঙ্খ বাজিয়ে মাঠে নামুন৷ আর স্লোগান দিন, আরজি কর থেকে জয়নগর, এবার পালা আপনার ঘর ৷ আপনার ঘরে যাতে ধর্ষক ঢুকতে না পারে, তার জন্য মাঠে নামুন ৷"

ABOUT THE AUTHOR

...view details