ETV Bharat / state

এখানে কেউ চকোলেট-স্যান্ডউইচ খেয়ে অনশন করছেন না, কটাক্ষ জুনিয়র ডাক্তারদের - JUNIOR DOCTORS MOVEMENT

দ্রোহের কার্নিভালে মিশবে মানববন্ধন, জানালেন জুনিয়র ডাক্তাররা

JUNIOR DOCTORS MOVEMENT
এখানে কেউ চকলেট-স্যান্ডউইচ খেয়ে অনশন করছেন না, কটাক্ষ জুনিয়র ডাক্তারদের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2024, 9:18 PM IST

কলকাতা, 14 অক্টোবর: "এখানে কেউ চকোলেট স্যান্ডউইচ খেয়ে অনশন করছেন না", তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের পালটা জবাব দিলেন জুনিয়র ডাক্তাররা ।

নিজেদের দাবি আদায়ে গত কয়েকদিন ধরে ধর্মতলায় অনশন-অবস্থান শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা । সেই অনশনকে তীব্র কটাক্ষ করছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । সেই বিষয়ে আজ রাজভবনের সামনে জুনিয়র ডাক্তারদের তরফে এই প্রতিক্রিয়া দেন চিকিৎসক দেবাশিস হালদার ৷

এখানে কেউ চকলেট-স্যান্ডউইচ খেয়ে অনশন করছেন না, কটাক্ষ জুনিয়র ডাক্তারদের (ইটিভি ভারত)

তিনি বলেন, "এটার মানে কী ? দম ধরে রাখার মানে কী? উনি চান মরে যান ? এখানে কেউ চকোলেট স্যান্ডউইচ খেয়ে অনশন করছেন না । দম ধরে রাখা বা অনশন বলতে উনি কী মনে করেছেন । আমাদের এই যুদ্ধটা মানসিকতার । একজন মানুষ প্রাণ বাজি রেখে লড়াই করছেন ।"

এ দিন চিকিৎসকদের দাবি মেনে নেওয়া নিয়ে মুখ্যসচিব মনোজ পন্থ যে বক্তব্য দিয়েছেন, সেই নিয়ে দেবাশিস হালদার বলেন, "প্রথম কথাটাই মিথ্যে কথা । 90 পার্সেন্ট কাজ হয়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে, সেটা মিথ্যে কথা । ভিত্তিহীন । কয়েকটা জিনিসের পাইলট প্রজেক্ট চালানো হচ্ছে । বাকি তিনটে দাবির বিষয়ে আমরা জানি না । বাকি তিনটে দাবির বিষয়ে বলা হচ্ছে, সেটার বিষয়ে টাইমলাইন দেওয়া সম্ভব নয় কেন ? আমরা এই সময়ের মধ্যে করব, এটা কেন বলা সম্ভব হচ্ছে না ? মানবিকতা বেঁচে আছে কি না জানি না ।"

এছাড়াও আগামিকাল মঙ্গলবারের মানব বন্ধনের বিষয়ে জুনিয়র চিকিৎসকরা বলেছেন, "আমাদের যাওয়ার জায়গা ওই অনশন মঞ্চ । যেখানে আমাদের সহকর্মীরা অনশন করছেন । আমরা সাধারণ মানুষের কাছে যাব । এটা শুধু ডাক্তারদের আন্দোলন নয় । গোটা সাধারণ মানুষের আন্দোলন । পুজোর কয়েকটা দিন প্রতিবাদের উৎসব পালন করেছি । দ্রোহের উৎসব। আমরা মূল স্পিরিটের সঙ্গে একমত । কিন্তু, আমদের মানব বন্ধন দ্রোহের কার্নিভালের সঙ্গে মিশবে ।"

কলকাতা, 14 অক্টোবর: "এখানে কেউ চকোলেট স্যান্ডউইচ খেয়ে অনশন করছেন না", তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের পালটা জবাব দিলেন জুনিয়র ডাক্তাররা ।

নিজেদের দাবি আদায়ে গত কয়েকদিন ধরে ধর্মতলায় অনশন-অবস্থান শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা । সেই অনশনকে তীব্র কটাক্ষ করছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । সেই বিষয়ে আজ রাজভবনের সামনে জুনিয়র ডাক্তারদের তরফে এই প্রতিক্রিয়া দেন চিকিৎসক দেবাশিস হালদার ৷

এখানে কেউ চকলেট-স্যান্ডউইচ খেয়ে অনশন করছেন না, কটাক্ষ জুনিয়র ডাক্তারদের (ইটিভি ভারত)

তিনি বলেন, "এটার মানে কী ? দম ধরে রাখার মানে কী? উনি চান মরে যান ? এখানে কেউ চকোলেট স্যান্ডউইচ খেয়ে অনশন করছেন না । দম ধরে রাখা বা অনশন বলতে উনি কী মনে করেছেন । আমাদের এই যুদ্ধটা মানসিকতার । একজন মানুষ প্রাণ বাজি রেখে লড়াই করছেন ।"

এ দিন চিকিৎসকদের দাবি মেনে নেওয়া নিয়ে মুখ্যসচিব মনোজ পন্থ যে বক্তব্য দিয়েছেন, সেই নিয়ে দেবাশিস হালদার বলেন, "প্রথম কথাটাই মিথ্যে কথা । 90 পার্সেন্ট কাজ হয়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে, সেটা মিথ্যে কথা । ভিত্তিহীন । কয়েকটা জিনিসের পাইলট প্রজেক্ট চালানো হচ্ছে । বাকি তিনটে দাবির বিষয়ে আমরা জানি না । বাকি তিনটে দাবির বিষয়ে বলা হচ্ছে, সেটার বিষয়ে টাইমলাইন দেওয়া সম্ভব নয় কেন ? আমরা এই সময়ের মধ্যে করব, এটা কেন বলা সম্ভব হচ্ছে না ? মানবিকতা বেঁচে আছে কি না জানি না ।"

এছাড়াও আগামিকাল মঙ্গলবারের মানব বন্ধনের বিষয়ে জুনিয়র চিকিৎসকরা বলেছেন, "আমাদের যাওয়ার জায়গা ওই অনশন মঞ্চ । যেখানে আমাদের সহকর্মীরা অনশন করছেন । আমরা সাধারণ মানুষের কাছে যাব । এটা শুধু ডাক্তারদের আন্দোলন নয় । গোটা সাধারণ মানুষের আন্দোলন । পুজোর কয়েকটা দিন প্রতিবাদের উৎসব পালন করেছি । দ্রোহের উৎসব। আমরা মূল স্পিরিটের সঙ্গে একমত । কিন্তু, আমদের মানব বন্ধন দ্রোহের কার্নিভালের সঙ্গে মিশবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.