বোলপুর, 14 অক্টোবর: দুর্গাপুজোর কার্নিভালে অংশ নিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মেয়ে সুকন্যা মণ্ডলকে সঙ্গে নিয়ে বোলপুরের পুজো কার্নিভালে সোমবার হাজির ছিলেন তিনি ৷
ফিতে কেটে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে সঙ্গে নিয়ে কার্নিভালের সূচনা করেন অনুব্রত ৷ 14টি পুজো কমিটি এই কার্নিভালে অংশ নিয়েছে ৷এদিন অনুব্রত মণ্ডল বলেন, "এই প্রথম দুর্গাপুজোর কার্নিভালে অংশ নিলাম। খুব ভালো লাগছে। যারা কার্নিভালে অংশ নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমারও খুব ভালো লাগছে।"
এই নিয়ে দ্বিতীয় বছর বোলপুরে হল দুর্গাপুজোর কার্নিভাল। 2023 সালে কার্নিভাল শুরুর সময় গরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় তিহাড় জেলে বন্দি ছিলেন অনুব্রত মণ্ডল। তাই কার্নিভালে অংশ নিতে পারেননি ৷ এবার মেয়ে সুকন্যা মণ্ডলকে সঙ্গে নিয়ে এই প্রথম পুজো কার্নিভালে অংশ নিলেন তিনি। কার্যত মিছিল করে এসে নীল ফিতে কেটে কার্নিভালের সূচনাও করতে দেখা গেল অনুব্রত মণ্ডলকে ৷
এছাড়াও কার্নিভালে হাজির ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বোলপুর) রাণা মুখোপাধ্যায়, বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ-সহ বিশিষ্টরা ৷ এই বছর মোট 14টি পুজো কমিটি কার্নিভালে অংশ নিয়েছিল। প্রতিটি পুজো কমিটির বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হয় কার্নিভাল।
মঞ্চে বসে সে সব উপভোগ করেন অনুব্রত ৷ প্রত্যেক কমিটির সম্পাদক, সভাপতিদের হাতে স্মারকও তুলে দেওয়া হয় ৷ আগামিকাল মঙ্গলবার কলকাতায় কার্নিভাল অনুষ্ঠিত হবে ৷ সেখানে থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তার আগে এদিন জেলায়-জেলায় কার্নিভাল হল ৷