ETV Bharat / state

তৃণমূল বিধায়কের গাড়ি আটকে গালিগালাজ, অভিযোগ বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে - BJP COUNCILLOR ABUSE TMC MLA

তৃণমূল বিধায়কের গাড়ি আটকে অকথ্য ভাষায় গালিগালাজ বিজেপি কাউন্সিলরের ৷

BJP COUNCILLOR ABUSE TMC MLA
তৃণমূল বিধায়কের গাড়ি আটকে গালিগালাজ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2024, 11:00 PM IST

বসিরহাট, 14 অক্টোবর: তৃণমূলের চিকিৎসক বিধায়কের গাড়ি আটকে প্রকাশ্যে গালিগালাজ করছেন বিজেপির মহিলা কাউন্সিলর। গাড়ির বনেটে উঠে কাউন্সিলরের মেয়ে অভব্যতা করেন বলেও অভিযোগ ৷

শুধু তাই নয়, বিধায়কের নিরাপত্তা রক্ষীদের হেনস্থা এবং হাত উঁচিয়ে মারার জন্য এগিয়ে যেতেও দেখা যায় পদ্ম শিবিরের ওই মহিলা কাউন্সিলর ও তাঁর ঘনিষ্ঠ লোকজনকে। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত)। সেই অভিযোগ ঘিরেই এখন সরগরম বসিরহাট।

তৃণমূল বিধায়কের গাড়ি আটকে গালিগালাজ (ইটিভি ভারত)

সূত্রের খবর, অভিযুক্ত ওই মহিলার নাম উমা মণ্ডল। তিনি টাকি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর। আর যার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তাঁর জনসমক্ষে বচসা ও গালিগালাজ চলছে তিনি হলেন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক সপ্তর্ষি বন্দোপাধ্যায়। ঘটনার পর তিনি বিজেপির সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলে আক্রমণ শানিয়েছেন। যদিও, বিধায়কের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধেই পাল্টা অভব্য আচরণ অভিযোগ এনে এই বিষয়ে সরব হয়েছেন বিজেপি কাউন্সিলরের স্বামী। ফলে, দু'পক্ষের তরজায় রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে বসিরহাট শহরে।

ঘটনার সূত্রপাত, রবিবার রাতে। টাকির ইছামতির ভাসানে অংশ নিয়ে বসিরহাটের বাড়িতে ফিরছিলেন বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ৷ গাড়িতে তাঁর দুই সরকারি নিরাপত্তা রক্ষীও ছিলেন। অন‍্যদিকে, হাসনাবাদ থেকে বিজয়া দশমী সেরে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন বিজেপি কাউন্সিলর উমা মণ্ডল। হাসনাবাদ থানার অদূরে হঠাৎই থামে বিধায়কের গাড়ি। অভিযোগ, এরপরই গেরুয়া শিবিরের ওই কাউন্সিলর ও তাঁর মেয়ে অভব্যতা শুরু করে তৃণমূল বিধায়কের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে। পাল্টা তাঁরাও বিষয়টি থামানোর চেষ্টা করেন।

এরই মধ্যে কাউন্সিলরের লোকজন জড়ো হয়ে বিধায়কের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হম্বিতম্বি শুরু করে বলে অভিযোগ উঠেছে। আর এই সমস্ত অভিযোগকে ছাপিয়ে গিয়েছে বিজেপি কাউন্সিলরের মেয়ের 'কীর্তি' ৷ অভিযোগ, তিনি একেবারে বিধায়কের গাড়ির বনেটে উঠে হাঁটু গেড়ে বসে পড়েন ৷ যদিও কাউন্সিলরের পরিবারের দাবি, বিধায়কের গাড়ি এতটাই গতিতে যাচ্ছিল যে তাঁদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে যেত। এর প্রতিবাদ করতে গেলে উল্টে বচসায় জড়িয়ে পড়েন বিধায়কের নিরাপত্তা রক্ষীরা। ওঁদের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়েছে। কোনও খারাপ আচরণ করা হয়নি বলেও দাবি ৷

এদিকে, এই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে বসিরহাট শহরে। ঘটনার নিন্দায় সরব হয়েছেন অনেকেই। সোমবার বসিরহাটে পুজো কার্নিভালে যোগ দিতে এসে এই ঘটনা নিয়ে সরব হন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক ও চিকিৎসক সপ্তর্ষি বন্দোপাধ্যায়। তিনি বলেন, "বিজেপির এই সংস্কৃতির জন্যই মানুষ ওঁদের প্রত্যাখ্যান করেছে। বিজেপির একজন মহিলা জনপ্রতিনিধি এবং তাঁর মেয়ের কীর্তি দেখে লজ্জায় মুখ ঢাকতে হচ্ছে।ওঁরা যত এই ধরনের আচরণ করবে, ততই মানুষ থেকে বিচ্ছিন্ন হবে ভারতীয় জনতা পার্টি। এর বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হব আমরা।"

যদিও, বিধায়কের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি কাউন্সিলরের স্বামী অরবিন্দ মণ্ডল। তাঁর দাবি, "ভিডিয়োর শেষের দিকের অংশ ভাইরাল হয়েছে। প্রথম দিকের অংশে কী ঘটেছে তা সকলেই দেখেছে। প্রথম দিকের অংশ থাকলে সব স্পষ্ট হয়ে যেত, এটুকু বলতে পারি।"

বসিরহাট, 14 অক্টোবর: তৃণমূলের চিকিৎসক বিধায়কের গাড়ি আটকে প্রকাশ্যে গালিগালাজ করছেন বিজেপির মহিলা কাউন্সিলর। গাড়ির বনেটে উঠে কাউন্সিলরের মেয়ে অভব্যতা করেন বলেও অভিযোগ ৷

শুধু তাই নয়, বিধায়কের নিরাপত্তা রক্ষীদের হেনস্থা এবং হাত উঁচিয়ে মারার জন্য এগিয়ে যেতেও দেখা যায় পদ্ম শিবিরের ওই মহিলা কাউন্সিলর ও তাঁর ঘনিষ্ঠ লোকজনকে। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত)। সেই অভিযোগ ঘিরেই এখন সরগরম বসিরহাট।

তৃণমূল বিধায়কের গাড়ি আটকে গালিগালাজ (ইটিভি ভারত)

সূত্রের খবর, অভিযুক্ত ওই মহিলার নাম উমা মণ্ডল। তিনি টাকি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর। আর যার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তাঁর জনসমক্ষে বচসা ও গালিগালাজ চলছে তিনি হলেন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক সপ্তর্ষি বন্দোপাধ্যায়। ঘটনার পর তিনি বিজেপির সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলে আক্রমণ শানিয়েছেন। যদিও, বিধায়কের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধেই পাল্টা অভব্য আচরণ অভিযোগ এনে এই বিষয়ে সরব হয়েছেন বিজেপি কাউন্সিলরের স্বামী। ফলে, দু'পক্ষের তরজায় রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে বসিরহাট শহরে।

ঘটনার সূত্রপাত, রবিবার রাতে। টাকির ইছামতির ভাসানে অংশ নিয়ে বসিরহাটের বাড়িতে ফিরছিলেন বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ৷ গাড়িতে তাঁর দুই সরকারি নিরাপত্তা রক্ষীও ছিলেন। অন‍্যদিকে, হাসনাবাদ থেকে বিজয়া দশমী সেরে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন বিজেপি কাউন্সিলর উমা মণ্ডল। হাসনাবাদ থানার অদূরে হঠাৎই থামে বিধায়কের গাড়ি। অভিযোগ, এরপরই গেরুয়া শিবিরের ওই কাউন্সিলর ও তাঁর মেয়ে অভব্যতা শুরু করে তৃণমূল বিধায়কের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে। পাল্টা তাঁরাও বিষয়টি থামানোর চেষ্টা করেন।

এরই মধ্যে কাউন্সিলরের লোকজন জড়ো হয়ে বিধায়কের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হম্বিতম্বি শুরু করে বলে অভিযোগ উঠেছে। আর এই সমস্ত অভিযোগকে ছাপিয়ে গিয়েছে বিজেপি কাউন্সিলরের মেয়ের 'কীর্তি' ৷ অভিযোগ, তিনি একেবারে বিধায়কের গাড়ির বনেটে উঠে হাঁটু গেড়ে বসে পড়েন ৷ যদিও কাউন্সিলরের পরিবারের দাবি, বিধায়কের গাড়ি এতটাই গতিতে যাচ্ছিল যে তাঁদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে যেত। এর প্রতিবাদ করতে গেলে উল্টে বচসায় জড়িয়ে পড়েন বিধায়কের নিরাপত্তা রক্ষীরা। ওঁদের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়েছে। কোনও খারাপ আচরণ করা হয়নি বলেও দাবি ৷

এদিকে, এই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে বসিরহাট শহরে। ঘটনার নিন্দায় সরব হয়েছেন অনেকেই। সোমবার বসিরহাটে পুজো কার্নিভালে যোগ দিতে এসে এই ঘটনা নিয়ে সরব হন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক ও চিকিৎসক সপ্তর্ষি বন্দোপাধ্যায়। তিনি বলেন, "বিজেপির এই সংস্কৃতির জন্যই মানুষ ওঁদের প্রত্যাখ্যান করেছে। বিজেপির একজন মহিলা জনপ্রতিনিধি এবং তাঁর মেয়ের কীর্তি দেখে লজ্জায় মুখ ঢাকতে হচ্ছে।ওঁরা যত এই ধরনের আচরণ করবে, ততই মানুষ থেকে বিচ্ছিন্ন হবে ভারতীয় জনতা পার্টি। এর বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হব আমরা।"

যদিও, বিধায়কের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি কাউন্সিলরের স্বামী অরবিন্দ মণ্ডল। তাঁর দাবি, "ভিডিয়োর শেষের দিকের অংশ ভাইরাল হয়েছে। প্রথম দিকের অংশে কী ঘটেছে তা সকলেই দেখেছে। প্রথম দিকের অংশ থাকলে সব স্পষ্ট হয়ে যেত, এটুকু বলতে পারি।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.