কলকাতা, 14 অক্টোবর: জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সামিল হলেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও ৷ সোমবার থেকে দু’দিনের কর্মবিরতি করছেন কলকাতার 27টি বেসরকারি হাসপাতালের চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা ৷ জরুরি পরিষেবা ছাড়া বাকি সব বিভাগই এই দু’দিন বন্ধ থাকছে ৷
এই নিয়ে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় জানান, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে সিনিয়রদের বিরোধ তৈরির চেষ্টা হচ্ছিল ৷ পাশাপাশি সরকারি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের বিভাজন তৈরির চেষ্টা হচ্ছিল ৷ এই কর্মবিরতি সেই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রমাণ করল ৷
এ দিন বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রতীকী ধরনাও দেন চিকিৎসকরা ৷ জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলন থেকে দাবিগুলি নিয়ে সরকার কেন উদাসীন, সেই প্রশ্নও তুলেছেন অনেকে ৷ এদিকে এর মধ্যেই রোগীমৃত্যুকে কেন্দ্র করে কলকাতার মুকুন্দপুরের একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসককে হেনস্তা ও হাসপাতাল ভাঙচুর করার অভিযোগ উঠল ৷
মৃতের আত্মীয়-পরিজনেরাই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ । ঘটনাস্থলে যায় সার্ভে পার্ক থানার পুলিশ । মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসকদের চিকিৎসার গাফিলতির কারণেই তাদের বাড়ির ছেলের মৃত্যু হয়েছে । এমনকি ছেলের মৃত্যুর পরেও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের উপরে অনেক টাকার বিল চাপিয়েছে ।
যদিও তারা হাসপাতাল ভাঙচুর ও চিকিৎসকের হেনস্তা করার অভিযোগের কথা অস্বীকার করেছে । তাদের দাবি, শুধু উত্তপ্ত বাদানুবাদ হয়েছে ৷ হাসপাতালে তো সিসিটিভি আছে । কোনও ঘটনা ঘটে থাকলে সিসিটিভির ফুটেজ চেক করা হোক ৷ এদিকে রোগীর পরিবার হাসপাতালের বিরুদ্ধে যে মোটা টাকার বিলের দাবির অভিযোগ করেছিল, তা অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ।
হাসপাতালের তরফে যে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে, সেখানে ভাঙচুরের কোনও চিহ্ন নেই ৷ তবে উত্তপ্ত বাদানুবাদের বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে ৷