বালুরঘাট, 22 এপ্রিল: "2022-এর 5 মে ক্যাবিনেট বৈঠকে চোরদের বৈধতা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷" রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলা প্রসঙ্গে কুমারগঞ্জের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমোকে ঠিক এই ভাষায় আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী ৷
সোমবার এসএসসি দুর্নীতি মামলায় প্রায় 26 হাজার চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট ৷ উচ্চ আদালতের সেই রায়কে স্বাগত জানিয়ে রাজ্যের শাসক শিবিরকে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করেন বিরোধী দলনেতা ৷ তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ করে তিনি বলেন, "যারা বাড়তি পোস্ট বানিয়েছেন আজ তাদের সিবিআই হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷ চাকরি চোরদের রেগুলারাইজেসন করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন মমতার ক্যাবিনেটে ৷" কবে সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, দিনক্ষণও জানিয়েছেন শুভেন্দু ৷ সেইসঙ্গে সেদিন মন্ত্রীসভায় উপস্থিত সকলের অবিলম্বে গ্রেফতারির দাবি জানান তিনি ৷
নির্বাচন ঘোষণার আগে থেকেই বালুরঘাটে প্রচার শুরু করেন তৃণমূল সুপ্রিমো এবং দলের 'সেকেন্ড ইন কমান্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের দাবি, বালুরঘাটে সুকান্ত মজুমদারকে হারানোর জন্য এই তোরজোর শুরু করেছে ঘাসফুল শিবির ৷ এদিন সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, "চোরেদের রানি তৃণমূল সুপ্রিমো মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মানুষ বুঝে গিয়েছে ৷ এবারের নির্বাচনে আমি আর ডাক্তার মজুমদার দুই ভাই মিলে আপনাকে প্রাক্তন করে ছাড়বো ৷"
স্কুল সার্ভিস কমিশনের 2016 পুরো প্যানেল (গ্রুপ-সি, ডি, নবম-দ্বাদশ) বাতিল করল কলকাতা হাইকোর্ট ৷ সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 281 পাতার রায় দান করল হাইকোর্ট ৷ সেই রায়ে 25,753 জনের নিয়োগ বাতিল করল বিচারপতি দেবাংশু বসাক এবং শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ৷ একইসঙ্গে নয়া টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালুর নির্দেশ স্কুল সার্ভিস কমিশনকে ৷ ভোট মিটলে সেই প্রক্রিয়া শুরু হবে ৷ নির্বাচনের মধ্যে উচ্চ আদালতের এই রায় নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি ৷ এদিন সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, "দোকান খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা ৷ সঙ্গে ছিলেন সাকরেদ পার্থব চট্টোপাধ্যায় ৷ 30 লক্ষ মেধাবির ভবিষ্যত নষ্ট করেছেন তাঁরা ৷ আজ তাঁদের সর্বনাশ হয়েছে ৷"
আরও পড়ুন: