পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যর্থ জুনিয়র ডাক্তারদের আন্দোলন ! দু’টি কারণ উল্লেখ শুভেন্দুর

বাম ও অতিবামদের প্ররোচনায় পা-দেওয়ার ফল ভুগছেন অনিকেত মাহাতোরা। এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রীকে থ্রেট কালচারের জনক বলে নিশানা সুকান্ত মজুমদারের ৷

Suvendu on Junior Doctors Protest
সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2024, 9:15 PM IST

সল্টলেক, 27 অক্টোবর: জুনিয়র ডাক্তারদের আন্দোলন ব্যর্থ ৷ আর এর জন্য তাঁদেরই দায়ী করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মূলত দু’টি কারণ দর্শালেন তিনি ৷ প্রথম, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বাড়িতে এবং নবান্নে বৈঠক ৷ আর দ্বিতীয়, রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দলকে বাদ দিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা ৷ এই দুই ভুলের ফল অনিকেত মাহাতোরা ভুগছেন বলে দাবি করলেন শুভেন্দু ৷

আজ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে ব্যর্থ বলে অভিহিত করেন ৷ যার শুরুটা তাঁরা করেন, জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন প্রসঙ্গ তুলে ধরে ৷ শুভেন্দু বলেন, "জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন তৃণমূলের তৈরি সংগঠন ৷ থ্রেট কালচারে যুক্তদের নিয়ে এই সংগঠন তৈরি হয়েছে ৷ এদের অনেকের ছবি সন্দীপ ঘোষের সঙ্গে রয়েছে ৷ সোশাল মিডিয়ার যুগে এসব আটকানো যায় না ৷"

জুনিয়র ডাক্তারদের নিশানা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের ৷ (ইটিভি ভারত)

এরপর জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সরাসরি ব্যর্থ বলে জানান শুভেন্দু ৷ তাঁর কথায়, "শুরু থেকে বাম ও অতিবাম সংগঠনগুলি জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে ভুল পথে চালিত করেছে ৷ জুনিয়র ডাক্তাররা সবাই খুব ভালো ৷ ওঁরা শিক্ষিত। কেউ সাদা খাতা জমা দিয়ে ডাক্তারি পড়তে বা চাকরিতে আসেননি ৷ কিন্তু, বাম ও অতিবামদের প্ররোচনায় পা-দেওয়ার ফল ভুগছেন অনিকেত মাহাতোরা ৷"

এ প্রসঙ্গে শুভেন্দু সরাসরি জুনিয়র ডাক্তারদের দায়ী করেছেন ৷ তাঁর যুক্তি, "রাজ্যের প্রধান ও একমাত্র বিরোধী দল বিজেপি ৷ সেই বিরোধী দলকে সরিয়ে রেখে কোনও সরকার বিরোধী আন্দোলন সফল হতে পারে না ৷" তবে, এক্ষেত্রে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পূর্ব উল্লেখিত একটি বক্তব্যও তুলে ধরেন শুভেন্দু ৷ যেখানে সুকান্ত বলেছিলেন, বিজেপি আরজি কর ইস্যুতে দলীয় পতাকা হাতে নিয়ে আন্দোলন চালাবে ৷ কিন্তু, যেখানে প্রয়োজন পড়বে সেখানে দলীয় পতাকা ছাড়াই প্রতিবাদে নামবে ৷

শুভেন্দুর মতে, "জুনিয়র ডাক্তাররা রাজ্যের প্রধান বিরোধী দল ও তার কোটি কোটি ভোটাদের দূরে রেখে আন্দোলনে নেমেছিলেন ৷ তারই ফল ভুগতে হচ্ছে ৷" বিরোধী দলনেতার মতে, জুনিয়র ডাক্তারদের দ্বিতীয় ভুল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বাড়ি এবং নবান্নে গিয়ে বৈঠক করা ৷ তাঁর কথায়, "মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক মানুষ ভালোভাবে নেয়নি ৷ যে মুহূর্তে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে বসেছেন, সেই মুহূর্তে মানুষ তাঁদের আন্দোলন থেকে সরে এসেছে ৷"

এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার যৌথভাবে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন ৷ তাঁদের অভিযোগ, "মুখ্যমন্ত্রী নিজে আরজি কর-কাণ্ডের জন্য দায়ী ৷ তাঁর কারণেই পুরো ঘটনা ঘটেছে ৷ আর সেই মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে জুনিয়র চিকিৎসকরা বৈঠক করেছেন ৷ সরকারের সঙ্গে অন্যভাবেও বৈঠক করা যেত ৷ সেটা মুখ্যসচিব এবং স্বাস্থ্যসচিবের সঙ্গে করতে পারতেন তাঁরা ৷ প্রয়োজনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সচিবের হস্তক্ষেপ দাবি করতে পারতেন ৷" এ দিন সুকান্ত মজুমদার, মমতাকে থ্রেট কালচারের জনক বলে নিশানা করেন ৷

ABOUT THE AUTHOR

...view details